যথাযোগ্য মর্যাদা ও আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে ভাষা শহিদসহ ২৪’র জুলাই বিপ্লবে শহীদদের স্মরণ করে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শুক্রবার ৭৩তম মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
মহান এ দিবসকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বরে সকাল ৭টার দিকে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। সকাল ৯টায় কালো ব্যাজ ধারণ করা হয়। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সাড়ে ৯টায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণের একটি প্রভাতফেরী প্রশাসনিক চত্বর থেকে বের হয়। প্রভাতফেরীটি যথারীতি বিশ্ববিদ্যালয় পরিভ্রমণ করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে সমাপ্ত হয়।
পরে পৌনে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য। এরপর ক্রমান্বয়ে পুষ্পস্তবক অর্পণ করেন শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা, কর্মকর্তাবৃন্দ, প্রভোস্ট সমন্বয়ে হলসমূহের শিক্ষার্থীবৃন্দ এবং কর্মচারীবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণ শেষে মহান মাতৃভাষার তাৎপর্য ও চেতনার উপর এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তৃতা রাখেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আবু আশরাফ খান, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মোঃ গোলাম রসুল এবং রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃৃধা। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী ও কর্মকর্তাবৃন্দ।
বিডি প্রতিদিন/আশিক