জমিজমা নেই। এক টুকরো ভিটেমাটি আর জরাজীর্ণ ঘরে বসবাস করা দায়। একই ঘরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী স্বামী। সাত বছরের সন্তানটিও নানা রোগে আক্রান্ত। তাদের চিকিৎসাব্যয় ও আহার জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছিল সাফিয়া আক্তারের। এ অবস্থায় তার পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ। বিনা টাকায় প্রশিক্ষণ দিয়ে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে দেওয়া হয়েছে একটি সেলাই মেশিন। দেড় বছর আগে পাওয়া এ মেশিনই এখন বাঁচার অবলম্বন হয়েছে। টানাপোড়েনের সংসারে ফিরেছে কিছুটা সচ্ছলতা। সাফিয়া জানান, নিজে কিছু সেলাই কাজ জানতেন। দুঃসময়ে প্রয়োজন ছিল একটি সেলাই মেশিনের। অনেকের কাছে চেয়েও পাননি। স্বপ্ন ছিল একটি সেলাই মেশিন কিনে আয় করবেন। কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। এমন সময় গ্রামেই সেলাই প্রশিক্ষণের আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ। তিন মাসব্যাপী এ প্রশিক্ষণে অংশ নিয়ে তিনি চমক সৃষ্টি করেন। কখনো কখনো প্রশিক্ষকের অনুপস্থিতিতে নিজেই অন্যদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেন। তার হাতের ছোঁয়ায় অল্প সময়ের মধ্যে অনেকেই আয়ত্ত করেন সেলাইয়ের সব ধরনের কাজ। এরই মধ্যে সেলাই মেশিন পান সাফিয়া। ঘরের এক কোণে মেশিন বসিয়ে কোমর বেঁধে কাজ শুরু করেন। স্থানীয় বাজারে খোলা জায়গায় অস্থায়ীভাবে শিশুদের নানা পোশাক বিক্রি করেন প্রতিবেশী আয়নাল হক। তার সঙ্গে কথা বলেন সাফিয়া। বাজার থেকে কাপড় কিনে সেই কাপড় দিয়ে নানা ধরনের পোশাক তৈরি করে দেবেন। বিক্রি করে তবেই তার পারিশ্রমিক দেবেন আয়নাল। এমন শর্তে শুরু হয় ব্যবসা। অল্প দিনেই ব্যাপক সাড়া পড়ে। এখন আরও পাঁচজন ব্যবসায়ীকে এভাবেই শিশুদের পোশাক তৈরি করে দেন সাফিয়া। প্রতি মাসে তার আয় হয় ১২ থেকে ১৫ হাজার টাকা। এখন তিনি নিজেই কাপড় কিনে আনেন। ওই কাপড় দিয়ে তৈরি করেন নানা ধরনের পোশাক। আর নিজের বাড়ি থেকেই ক্রেতারা পাইকারিভাবে কিনে নেন। এতে আগের চেয়ে আয় বেড়েছে। অসুস্থ স্বামীর প্রয়োজনীয় চিকিৎসাসহ সংসারের ব্যয় মেটাতে পারছেন। ধীরে ধীরে সুস্থ হচ্ছেন স্বামী-সন্তান।
শিরোনাম
- হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ
- মালয়েশিয়া গমনকাল নারী-শিশুসহ ২১৪ রোহিঙ্গা উদ্ধার
- সৌদি আরবে গড় আয়ু বেড়েছে ৪ বছর ৮ মাস
- কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আসামির বাড়িতে অগ্নিসংযোগ
- ঝালকাঠিতে স্কাউট দিবস পালন
- ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে জাবিতে মানববন্ধন
- সাতক্ষীরায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- আমরা কোনো গণহত্যাকে প্রশ্রয় ও সমর্থন দেব না : টুকু
- চোরাই পথে ভারতে যাওয়ার সময় নারীসহ ৪ জন আটক
- মুক্তিপণে ছাড়া পেল টেকনাফে অপহৃত দুইজন
- বাংলাদেশে বিপুল বিনিয়োগে প্রস্তুত দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীরা
- আইএমও কাউন্সিলের সদস্য পদে বাংলাদেশের প্রার্থিতা ঘোষণা
- বিধিবহির্ভূতভাবে শ্রমিক ছাঁটাই করলেই ব্যবস্থা, শ্রমসচিবের হুঁশিয়ারি
- বাংলাদেশ থেকে আম-আলু-লিচু নিতে চায় সিঙ্গাপুর
- পাঁচ দিনে রেমিট্যান্স এল ১৪৬৪ কোটি টাকা
- আগামী ৩ জুন দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন
- গঙ্গাচড়ায় ফটো সাংবাদিকের ওপর হামলা, গ্রেফতার ২
- ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে চিহ্নিত সন্ত্রাসীসহ গ্রেফতার ৪
- গাজায় বর্বরতার প্রতিবাদে রংপুরে ছাত্রদলের বিক্ষোভ
- মেট গালায় হাঁটবেন অন্তঃসত্ত্বা কিয়ারা!
সাফিয়ার ঘর এখন পোশাক কারখানা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর