২০২৫ সালে ‘স্মার্ট গ্লাস’ প্রযুক্তিতে তীব্রভাবে বাড়ছে প্রতিযোগিতা। মেটার ‘স্মার্ট গ্লাস’ নিয়ে গুজব নতুন কিছু নয়, অন্যদিকে স্যামসাং ও গুগল তাদের নিজস্ব স্মার্ট গ্লাস তৈরিতে ব্যস্ত, পাশাপাশি অন্যান্য অনেক কোম্পানিও বাজারে এই প্রযুক্তি নিয়ে আসছে। ব্লুমবার্গের মার্ক গুরম্যান জানিয়েছেন, এমন বাস্তবতায় অ্যাপল তাদের একটি সম্ভাব্য ‘AR স্মার্ট গ্লাস’ প্রকল্প বাতিল (বন্ধ) কিংবা স্থগিত করে দিয়েছে।
কেমন ছিল পরিকল্পনা?
এই গ্লাসের ডিজাইন হতো- সাধারণ চশমার মতোই, যেমন: মেটার ‘স্মার্ট গ্লাস’ অর্থাৎ ‘রে বেন’-এর মতো গ্লাস। তবে এতে থাকত বিল্ট-ইন ডিসপ্লে, যা ম্যাক-এর সঙ্গে সংযুক্ত করার প্রযুক্তিগত ব্যবহারের কথা হয়েছিল। অনেকদিন ধরে প্রযুক্তি দুনিয়ায় প্রকল্পটি গুজবের কেন্দ্রবিন্দুতে ছিল। যা অ্যাপল ওয়াচের মতো সম্পূর্ণ একটি স্বতন্ত্র ডিভাইস হতো না। অ্যাপলের প্রকল্পটির কোডনাম- ‘N107’। বলা হয়, এতে উন্নতমানের প্রজেক্টর ব্যবহার হবে, যা তথ্য, ছবি ও ভিডিও প্রদর্শনে সক্ষম। এ ধারণাকে প্রজেক্ট ‘ওরিয়ন’-এর সঙ্গে তুলনা করা যেতে পারে। এই স্মার্ট গ্লাস বাস্তব জীবনে ‘ভার্চুয়াল’ উপাদান দেখাতে পারত।
কেন প্রকল্পটি বাতিল হলো?
অ্যাপল চেয়েছিল এই ‘স্মার্ট গ্লাস’টি আইফোন- এর সঙ্গে সংযুক্ত হোক, তবে পরে পরিকল্পনা বদলে তারা ম্যাকের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নেয়। গুরম্যানের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল স্মার্ট গ্লাসের অভ্যন্তরীণ পরীক্ষায় কাক্সিক্ষত মানদন্ডে পৌঁছাতে পারেনি। ফলে অ্যাপল এই প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নেয়। যদিও অ্যাপল আনুষ্ঠানিকভাবে এর অস্তিত্ব স্বীকার করেনি।
অ্যাপলের ভবিষ্যৎ পরিকল্পনা
আপাতত যদিও অ্যাপল ‘স্মার্ট গ্লাস’-এর প্রকল্প বন্ধ করে দিয়েছে, তবে তারা এখনো কম দামের ‘ভিশন প্রো’ তৈরির পরিকল্পনা করছে। সম্ভবত এই পণ্যে ‘প্রো’ নামটি বাদ দেওয়া হবে এবং বাজারে এটি আরও সহজলভ্য হবে। ভবিষ্যতে, অ্যাপলের লক্ষ্য এখনো একটি স্বতন্ত্র AR স্মার্ট গ্লাস তৈরি করা, যা অন্য ডিভাইসের ওপর নির্ভরতা বসাবে।
তথ্যসূত্র : টেকরাডার