ফরাসি ক্লাব পিএসজি চ্যাম্পিয়নস লিগের প্লে–অফ পর্বে ব্রেস্তকে ৩–০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে শেষ ষোলো তে পা রেখেছে। উসমান দেম্বেলের দুর্দান্ত জোড়া গোলের সঙ্গে ভিতিনিয়া পেনাল্টি থেকে একটি গোল করেছেন। পিএসজির এই জয় তাদের শেষ ষোলোতে পৌঁছানোর নিশ্চিত করেছে।
ব্রেস্ত কোচ এরিক রয় ম্যাচের আগে মজা করে বলেছিলেন, পিএসজিকে হারানো তাদের জন্য ‘মিশন ইমপসিবল’। কিন্তু দেম্বেলের দুর্দান্ত ফর্মের সামনে কিছুই করতে পারেনি ব্রেস্ত। পিএসজি তাদের মাঠে ব্রেস্তকে ৩–০ ব্যবধানে পরাজিত করে এবং চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে।
অন্যদিকে, বারুসিয়া ডর্টমুন্ড ও জুভেন্টাসও তাদের নিজেদের ম্যাচে জয় লাভ করেছে। ডর্টমুন্ড স্পোর্তিং লিসবনকে ৩–০ ব্যবধানে পরাজিত করেছে। জুভেন্টাসও পিএসভি আইন্দহফেন-কে ২–১ ব্যবধানে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের পরবর্তী পর্বে যাওয়ার পথে অনেকটা এগিয়ে গেছে।
এদিনের জয়ে পিএসজি, ডর্টমুন্ড এবং জুভেন্টাস নিশ্চিত করেছে তাদের শেষ ষোলোর স্থান।
বিডি প্রতিদিন/আশিক