হঠাৎ করে উইকেটের পেছনে গ্লাভস হাতে নাজমুল হোসেন শান্তকে দেখে অবাক হওয়ারই কথা। জাতীয় দলের অধিনায়ক তো স্পেশালিস্ট কিপার নন! তাহলে ফরচুন বরিশালের হয়ে গ্লাভস হাতে উইকেটের পেছনে কেন?
এর আগে বাংলাদেশের দুই ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ব্যাটিং ও বোলিং করতে দেখা গেছে। তবে আজ মঙ্গলবার বিপিএলে ফরচুন বরিশালের একাদশে শান্ত’র নামের পাশে ‘উইকেটরক্ষক’ শব্দটি লেখা ছিল। কারণ নিয়মিত উইকেটরক্ষক মুশফিকুর রহিমের ইনজুরি ও বিকল্প কিপার প্রিতম কুমার একাদশে না থাকায় এই দায়িত্ব পড়েছে তার কাঁধে।
দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে সিলেট স্ট্রাইকার্স ও ফরচুন বরিশাল। টস জিতে বরিশালের অধিনায়ক তামিম ইকবাল আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। ফলে সিলেটের বিপক্ষে কিপারের গ্লাভস-প্যাড পরে উইকেটের পেছনে দাঁড়ান বরিশালের শান্ত। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১২৯টি আন্তর্জাতিক ম্যাচ খেললেও, তাকে কখনও উইকেটরক্ষকের ভূমিকায় দেখা যায়নি।
এমনকি অনূর্ধ্ব-১৯ দলেও দেশের হয়ে সাদা কিংবা লাল বলের কোনো ম্যাচে কিপার হিসেবে খেলেননি শান্ত। টি-টোয়েন্টি ক্রিকেটে আগের ১৬৯ ম্যাচেও এই অভিজ্ঞতা তার ছিল না।
দলের প্রয়োজনে বিভিন্ন পজিশনে ব্যাটিং করেছেন শান্ত। এমনকি অফস্পিন বল করতেও দেখা গেছে তাকে। এবারে দলের প্রয়োজনে উইকেটকিপারের দায়িত্ব নিলেন টাইগারদের অধিনায়ক।
বিডি প্রতিদিন/মুসা