জলাভূমি, নদী ও হ্রদের মতো মিঠাপানির পরিবেশ ক্রমাগত হুমকির মুখে পড়ছে। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, এসব এলাকায় বাস করা প্রাণীদের মধ্যে এক-চতুর্থাংশ বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। পৃথিবীর মোট জীববৈচিত্র্যের বড় একটি অংশ মিঠাপানির বাস্তুতন্ত্রে পাওয়া গেলেও এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ অনেকটাই উপেক্ষিত।
গবেষণাটি প্রখ্যাত বিজ্ঞান সাময়িকী নেচার-এ প্রকাশিত হয়। সেখানে বলা হয়েছে, ১৯৭০ থেকে ২০১৫ সালের মধ্যে পৃথিবীর ৩৫ শতাংশ জলাভূমি ধ্বংস হয়েছে। এই হার বন ধ্বংসের তুলনায় তিন গুণ বেশি।
গবেষণায় উল্লেখ করা হয়েছে, বাকি থাকা জলাভূমিগুলোর মধ্যে ৬৫ শতাংশই মাঝারি থেকে উচ্চ মাত্রার হুমকির সম্মুখীন। ১,০০০ কিলোমিটারের বেশি দীর্ঘ নদীগুলোর ৩৭ শতাংশ এখন আর তাদের পুরো দৈর্ঘ্যে মুক্তপ্রবাহী নয়।
বিজ্ঞানীরা মনে করছেন, মিঠাপানির জীববৈচিত্র্য রক্ষায় এ সংকটের প্রতি মনোযোগ দেওয়া অত্যন্ত জরুরি। গবেষণাপত্রের লেখকরা বলেন, ‘বিশ্বজুড়ে জীববৈচিত্র্য কমছে, বিশেষত মিঠাপানির বাস্তুতন্ত্র এই সংকটের প্রধান শিকার।’
মিঠাপানির পরিবেশ পৃথিবীর মাত্র ১ শতাংশ জায়গা দখল করলেও এটি বিশ্বের ১০ শতাংশ জীববৈচিত্র্যের আবাসস্থল। এর মধ্যে এক-তৃতীয়াংশ মেরুদণ্ডী প্রাণী এবং অর্ধেকের বেশি মাছের প্রজাতি অন্তর্ভুক্ত। তবে এই বাস্তুতন্ত্রের গুরুত্ব থাকা সত্ত্বেও এটি সাধারণ মানুষের নজরের বাইরে থেকে যাচ্ছে।
গবেষকরা সতর্ক করেছেন, যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয়, তবে মিঠাপানির এই সংকট জীববৈচিত্র্যের অপূরণীয় ক্ষতি ডেকে আনবে। জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
বিডিপ্রতিদিন/কবিরুল