দেশের সব স্থলবন্দর এবং কাস্টম হাউস ব্যবহার করে সুতা আমদানি বন্ধ করে শুধু সমুদ্রবন্দর দিয়ে সব ধরনের সুতা আমদানির দাবি জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতারা। এ ছাড়া গ্যাসের মূল্যবৃদ্ধির সাম্প্রতিক উদ্যোগ অবিলম্বে বন্ধ করে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবি জানান তাঁরা। গতকাল রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত বিশেষ সংবাদ সম্মেলনে এসব দাবি জানান বিটিএমএ নেতারা। এ সময় বক্তব্য দেন বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল, বিটিএমএ সহসভাপতি মো. আবুল কালাম, বিটিএমএ সহসভাপতি সালেউদ জামান খান প্রমুখ।
বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, বর্ডার দিয়ে অবৈধভাবে সুতা দেশের বাজারে আসছে। এলসি ছাড়া ট্রাক ভর্তি করে সুতা দেশের বাজারে অবৈধভাবে প্রবেশ করছে। এতে স্টক বেড়ে যাচ্ছে। এসব সুতার পরিমাণ এবং গুণগত মানের তারতম্য রয়েছে। দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে আমদানি করা ভারতীয় সুতা ডাম্পিং মূল্যে প্রবেশ করায় দেশীয় টেক্সটাইল মিলস ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েছে। তাই স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করতে হবে।