বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, ‘এ কথা সত্য, আগে দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ ছিল না। কিন্তু এ সরকার বিনিয়োগকারীদের জন্য সব কিছু সহজ করার চেষ্টা করছে, যাতে তারা এদেশে আসতে আগ্রহী হয়।’
রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি আরব-বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি একথা জানান। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের দেশে অর্থনৈতিক সুযোগ আকৃষ্ট করার জন্য অনেক কিছু করতে হবে। এই বাস্তবতা আমাদের মেনে নিতে হবে।’
তিনি বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি যে, আমাদের দেশ সবচেয়ে ভালো বিনিয়োগবান্ধব, কিন্তু প্রকৃতপক্ষে এটি সবসময় সত্যি নয়। বর্তমান সরকার অবস্থার পরিবর্তন করার চেষ্টা করছে এবং বিনিয়োগকারীদের জন্য আমরা ব্যবসা সহজ করার ব্যবস্থা নিচ্ছি।’
এ সময় সেমিনারে সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান বলেন, ‘পৃথিবীর বৃহত্তম তেল কোম্পানি আরামকো কয়েকবার বাংলাদেশে বিনিয়োগের চেষ্টা করলেও স্বাগত জানানো হয়নি।’
সেমিনারে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘সৌদি কোম্পানি আরামকোর মতো দক্ষিণ কোরিয়ার স্যামসাংয়ের কর্মকর্তাদের বিমানবন্দর থেকে তাড়িয়ে দিয়েছিল পতিত সরকার।’
বিডি-প্রতিদিন/শফিক