বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, স্বনির্ভর বাংলাদেশ গড়তে মানবতার কল্যাণে কাজ করতে হবে। সকলের উচিত দরিদ্র মানুষের পাশে মানবতার হাত বাড়িয়ে দেওয়া।
তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে অবহেলিত দুস্থ, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে রমজান মাসব্যাপী আর্থিক সহায়তা ও যাকাত দিতে হবে।
আজ শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে “দ্যা গ্রেটেস্ট ফাউন্ডেশন ” আয়োজিত দুস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, দ্যা গ্রেটেস্ট ফাউন্ডেশনের মতো বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন এবং সমাজের বিত্তবান মানুষদের কাজ করতে হবে। আমাদের মনে রাখতে হবে স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে মানবতার দৃষ্টিভঙ্গিকে কাজে লাগাতে হবে।
দ্যা গ্রেটেস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. শিহাব খানের সভাপতিত্বে ও মহাসচিব আমিনুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ফরহাদ উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ফয়েজ, লক্ষীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আবু সায়েম মো. শাহীন, জহির উদ্দিন বাবর, মোতাহার হোসেন সোহেল, ৬০ নং ওয়ার্ডের সাবেক ভারপ্রাপ্ত কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক নুরুল ইসলাম নুরু, কাঞ্চন আব্বাস, সংগঠনের ভাইস চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন, আপেল মাহমুদ, মো. শরিফ উল্লাহ, শ্রমিক নেতা আবু তাহের, আবদুর রহমান, মো. জুনায়েদ, সোহেল আলম সাগর, কার্যকরী সদস্য শামীম রহমান, শহিদুল ইসলাম রুবেল, জমির উদ্দিন, আব্দুল মান্নান, মাহবুবুর রহমান, আবির আবদুল্লাহ, মো. আলতাফ হোসেন আকাশ, মো. ফারুক, মো. বাবুল, বাবুল মিয়া, আলমগীর, হাবিবুর রহমান, আইরিন আক্তার প্রমুখ।
এসময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল দ্যা গ্রেটেস্ট ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।
বিডি প্রতিদিন/জুনাইদ