কারাগার থেকে আরও ৩৬৯ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে দখলদার ইসরায়েল। যুদ্ধবিরতি চুক্তির অধীনে তাদের মুক্তি দেওয়া হয়েছে। শনিবার টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। এরপর কারাগার থেকে ৩৬৯ বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল।
এদিকে, মুক্তি পাওয়ার পর ইসরায়েলি কর্তৃপক্ষের পরানো ‘অপমানজনক’ পোশাক পুড়িয়ে ফেলেছেন ফিলিস্তিনিরা। মূলত মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের ইহুদি পরিচয় ও ইহুদি ধর্মের প্রতিনিধিত্বকারী প্রতীক ডেভিডের তারা এবং আরবি ভাষায় ‘আমরা ভুলব না বা ক্ষমা করব না’ লেখা শার্ট পরতে বাধ্য করেছিল ইসরায়েল। মুক্তির পর নিজ ভূমিতে ফিরে এসে তাদের অনেকেই এ শার্ট পুড়িয়ে ফেলেছেন।
শনিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। এর আগে, কয়েকদিনের উত্তেজনাপূর্ণ আলোচনার পর শনিবার গাজায় তিন বন্দীর বিনিময়ে ৩৬৯ জন ফিলিস্তিনিকে মুক্তি দেয়া হয়। বন্দী বিনিময়ের আগে ইসরায়েলি কারাগার ওই বার্তা ও ডেভিডের তারাযুক্ত শার্ট কয়েকজন ফিলিস্তিনিকে পরিয়ে তাদের ছবি প্রকাশ করে। ফেরত পাঠানোর সময় বার্তাগুলো ঢাকতে অনেক ফিলিস্তিনি তাদের শার্ট উল্টো করে পরেন।
কাতারের গণমাধ্যম আল জাজিরার একটি ফুটেজে দেখা গেছে, গাজার খান ইউনিসে অবস্থিত ইউরোপিয়ান গাজা হাসপাতালে পৌঁছানোর পর কয়েকজন ফিলিস্তিনি ওই শার্টগুলোতে আগুন ধরিয়ে দেন। হামাস এক বিবৃতিতে বলেছে, ‘আমরা আমাদের বীর বন্দীদের পিঠে বর্ণবাদী স্লোগান চাপিয়ে তাদের প্রতি নিষ্ঠুর ও সহিংস আচরণের নিন্দা জানাই। এটি মানবিক আইন ও রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন।’
বিডি-প্রতিদিন/শআ