বৈধ কাগজপত্র ছাড়া অবৈধ ভাবে বসবাস এবং বিভিন্ন সেক্টরে কাজ করার অভিযোগে ভারতের কেরলের কোচি থেকে ২৭ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার স্থানীয় পুলিশের তরফে এই তথ্য নিশ্চিত করে জানানো হয়।
এর্নাকুলাম গ্রামীণ পুলিশ এবং সন্ত্রাস দমন শাখার তদন্তকারী কর্মকর্তারা যৌথ অভিযান চালিয়ে এর্নাকুলাম জেলার নর্থ পারাভুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, এই সমস্ত বাংলাদেশি নাগরিকরা কোচির বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন এবং সকলেই পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে পরিচয় দিত। আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।
অবৈধ অনুপ্রবেশকারী এবং বৈধ-নীতি ছাড়া ভারতে বসবাসের অভিযোগে গত কয়েক সপ্তাহ ধরে বিদেশি নাগরিকদের শনাক্তকরণে অভিযান চালাচ্ছে এর্নাকুলাম জেলা পুলিশ। 'অপারেশন ক্লিন' নামে ওই বিশেষ অভিযানের অংশ হিসেবেই এই কার্যক্রম পুলিশের।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ