আসন্ন ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’ ও ‘জ্বীন ৩’ সিনেমা। মুক্তিকে কেন্দ্র করে ইতোমধ্যে এসব সিনেমার টিজার ও ট্রেলার প্রকাশ করা হয়েছে। তবে এই ভিড়ে ব্যতিক্রম হিসেবে হাজির হয়েছে ‘জ্বীন ৩’-এর ‘কন্যা’ গান ও টিজার, যা ইতোমধ্যেই দর্শকদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়েছে।
“পথে পথে হাসি মেখে, ফুলেরা ঘ্রাণ ছড়াল,
উড়ে উড়ে কুহু সুরে, পাখিরা গান শোনাল”
মনোমুগ্ধকর এই কথায় সাজানো ‘কন্যা’ শিরোনামের গানটি প্রকাশ্যে আসার পর থেকেই প্রশংসায় ভাসছে। গানটির দৃশ্যায়ন ও রঙের ব্যবহার দর্শকদের মনে আনন্দের ছোঁয়া এনে দিয়েছে।
গান প্রকাশের পর থেকেই সাধারণ দর্শক থেকে শুরু করে শোবিজ তারকারাও প্রশংসায় মেতেছেন।
বাংলাদেশের বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা তার ফেসবুক পেজে গানটি শেয়ার করে লিখেছেন, "খুবই সুন্দর! অভিনন্দন ইমরান-কনা এবং ফারিয়া ও সজল। ভালো লেগেছে।"
চিত্রনায়িকা অপু বিশ্বাস গানটি শেয়ার করে লিখেছেন, "বেশ সুন্দর একটি গান। অভিনন্দন টিম ‘জ্বীন ৩’!"
গানটি শেয়ার দিয়ে অভিনেত্রী শবনম বুবলী লিখেছেন, "এই গানে তোমাকে খুব সুন্দর লাগছে নুসরাত ফারিয়া! অনেকদিন পর এমন গানে তোমাকে দেখে ভালো লাগছে। তোমাকে ভালোবাসি প্রিয়! গানটি যেমন সুন্দর, তেমনই কালারফুল। পুরো টিম দারুণ কাজ করেছে।"
অন্যদিকে, অভিনেত্রী মাহিয়া মাহি গানটি শেয়ার দিয়ে লিখেছেন, "আল্লাহ! লাল শাড়িতে তোকে কত্ত সুন্দর লাগছে দোস্ত!"
ঈদুল ফিতরে মুক্তি প্রতীক্ষিত ‘জ্বীন ৩’ সিনেমার ‘কন্যা’ গানের কথা লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি রবিউল ইসলাম জীবন। ইমরান মাহমুদুলের সুর ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কণা।
প্রসঙ্গত, ২০২৩ সালে মুক্তি পায় ‘জ্বীন’। সেটির সাফল্যের পর ২০২৪ সালে মুক্তি পায় ‘মোনা: জ্বীন-২’। সেই ধারাবাহিকতায় এবার ঈদুল ফিতরে আসছে ‘জ্বীন ৩’, যার পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান।
বিডি প্রতিদিন/আশিক