চলছে পবিত্র মাহে রমজান মাস। আর এই রমজানে পূর্ণতা ই-চেইনেমেন্টে নিয়ে এসেছে ইফতারের বিশেষ আয়োজন চড়ুইভাতি। পুরো রমজান মাসজুড়ে দেখানো হবে মোট ৪টি পর্বের এই অনুষ্ঠানটি। দেশের জনপ্রিয় সেলিব্রেটি এক শেফ থাকছেন দারুণ কিছু মুখরোচক ইফতার রেসিপি নিয়ে, যা রমজানকে আরও সমৃদ্ধ করে তুলবে, ইফতারের টেবিলে নিয়ে আসবে নতুনত্ব।
পূর্ণতা ই-টেইনেমেন্টের চড়ুইভাতি' এই ইফতার রেসিপির একটি পর্ব ইতিমধ্যে প্রচারিত হয়েছে। গত শনিবার রমজানের প্রথম দিন প্রচারিত হয়েছে প্রথম পর্ব। আগামী ৮ মার্চ প্রচারিত হবে চতুর্থ পর্ব কিভাবে ইফতার ঝটপট মজাদার চাপটি পিঠা বানাবেন। রমজানের তৃতীয় সপ্তাহ ২২ মার্চ প্রচারিত হবে 'কিভাবে ইফতারে ঝটপট মজাদার পটেটো চিজ বল বানাবেন।' আর ইফতারের সর্বশেষ পর্ব ইফতারে কিভাবে স্বাস্থ্যকর সু-স্বাদু গার্লিক মাশরুম রান্না করবেন' প্রচারিত হবে আগামী ২৯ মার্চ।
ঈদের পর থাকছে বিশেষ পর্ব। এসময় সবার অনেক বেশি মাংস খেয়ে থাকেন। সেজন্য ঈদের স্বাস্থ্য ঠিক রাখতে থাকছে বিশেষ পর্ব। আগামী ৪ এপ্রিল প্রচারিত হবে 'কিভাবে ঘরে তৈরি করবেন চাইনিজ ভেজিটেবল এবং ১২ এপ্রিল প্রচারিত হবে কিভাবে স্যান্ডউইচ বানাবেন।
বিডি প্রতিদিন/আরাফাত/ইই