সংগীত ও মিডিয়া জগতে নতুন দুয়ার খুলে দিয়েছে TheSoundOn। এটি একটি আন্তর্জাতিক মানের ডিজিটাল ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম। প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করেছে। এর নেতৃত্বে রয়েছেন সিইও ও প্রতিষ্ঠাতা রুমেল আহমেদ।
TheSoundOn-এর লক্ষ্য হলো শিল্পী ও লেবেলদের জন্য এমন একটি পূর্ণাঙ্গ সমাধান তৈরি করা, যেখানে মিউজিক, অডিও, ভিডিও, ফিল্ম, কমেডি ও ওয়েব সিরিজসহ নানা ধরণের কনটেন্ট বিশ্বব্যাপী পৌঁছে দেওয়া যায়।
TheSoundOn এমন এক সময় তাদের কার্যক্রম শুরু করলো, যখন শিল্পীরা তাদের সৃষ্টিশীলতা এবং কপিরাইট সংরক্ষণ নিয়ে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই প্ল্যাটফর্মটি শিল্পীদের শুধু ডিস্ট্রিবিউশনই নয়, বরং কনটেন্টের স্বত্ব সংরক্ষণ এবং রাজস্ব আদায়ের জন্য উন্নত সুবিধা প্রদান করবে।
রুমেল আহমেদ জানান, TheSoundOn শুধু একটি ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম নয়, এটি শিল্পীদের জন্য একটি পূর্ণাঙ্গ সমাধান। এখানে তারা তাদের কনটেন্টের যথাযথ মূল্য পাবে এবং স্বত্ব সুরক্ষিত থাকবে।
ইতোমধ্যে TheSoundOn বাংলাদেশ, ভারত, সার্বিয়া, বসনিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের শিল্পী ও লেবেলদের সঙ্গে কাজ শুরু করেছে। "তোমার সুর, আমাদের মঞ্চ"-এই স্লোগানকে সামনে রেখে TheSoundOn চায় প্রতিটি প্রতিভাবান শিল্পী তাদের সৃষ্টিশীলতা বিশ্বের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দিতে সক্ষম হোক।
এই প্ল্যাটফর্মের মাধ্যমে শিল্পীরা স্পটিফাই, অ্যাপল মিউজিক, অ্যামাজন মিউজিক, ইউটিউব, ভিভোসহ অসংখ্য প্ল্যাটফর্মে তাদের কনটেন্ট পৌঁছে দিতে পারবেন। পাশাপাশি কপিরাইট সংরক্ষণ ও পাইরেসি প্রতিরোধে ইউটিউব সিএমএস এবং কনটেন্ট আইডি ব্যবস্থাও রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ