'স্বাধীনতা সাম্য সম্প্রীতির জন্য কবিতা'—এই স্লোগানে আগামী ১ ও ২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে জাতীয় কবিতা উৎসব-২০২৫ অনুষ্ঠিত হবে। এ উৎসবে কবিতা পাঠের জন্য ফ্রি নিবন্ধন শুরু হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) দোতলায় 'শহীদ মুনীর চৌধুরী মিলনায়তন' সংলগ্ন কক্ষে খোলা হয়েছে মাসব্যাপী উৎসব দপ্তর।
জাতীয় কবিতা উৎসবে কবিদের নাম রেজিস্ট্রশনসহ উৎসবের যাবতীয় প্রস্তুতির কাজ চলবে এই দপ্তরে। দপ্তর খোলা থাকবে শনিবার থেকে বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত, শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। এছাড়াও দূরের কবিদের জন্য অনলাইন রেজিস্ট্রেশনের ব্যবস্থা থাকবে।
আজ সোমবার আনুষ্ঠানিকভাবে দপ্তরটির উদ্বোধন ঘোষণা করেন জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক কবি মোহন রায়হান। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পরিষদের সদস্য সচিব কবি রেজাউদ্দিন স্টালিন ও যুগ্ম-আহ্বায়ক কবি শাহীন রেজা।
এবারের উৎসবে যারা কবিতা পড়বেন তাদের জন্য 'রেজিস্ট্রেশন ফি' ফ্রি করে দেয়া হয়েছে। নিবন্ধনকৃত কবিগণ একটি করে স্বরচিত নাতিদীর্ঘ কবিতা পাঠ করতে পারবেন। নিবন্ধনের সময় দুটি স্বরচিত কবিতার দুটি করে কপি, এক কপি পাসপোর্ট সাইজের ছবি ও এনআইডি/জন্মনিবন্ধনের কপি জমা দিতে হবে। জমাকৃত কবিতা দুটি থেকে উৎসবে পাঠ করার জন্য একটি কবিতা নির্বাচিত করে দেয়া হবে। পঠিত কবিতাগুলো থেকে উৎসবোত্তর একটি নির্বাচিত কবিতা সংকলন প্রকাশ করা হবে।
দুই দিনব্যাপী এ উৎসবে 'কবিতা বিষয়ক সেমিনার', 'স্বরচিত কবিতাপাঠ', 'কবিতা আবৃত্তি', 'কবিতার গান' ইত্যাদির আয়োজন থাকবে। বিদেশের লেখক ও কবিদের অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে। আগামী ১১ জানুয়ারি, জাতীয় প্রেস ক্লাবে সকাল ১১টায় সাংবাদিক সম্মেলন মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় কবিতা উৎসবের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হবে।
উদ্বোধন শেষে জাতীয় কবিতা পরিষদের সদস্যরা এক আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠাতব্য উৎসবের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন। রোমান এবং অন্যান্য শিল্পীদের গান পরিবেশন দিয়ে সভা শেষ হয়।
বিডি প্রতিদিন/মুসা