মডেল অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। বর্তমানে নিয়মিত অভিনয় করছেন। মাঝে বেশ কিছুদিন যুক্তরাষ্ট্রে ছিলেন। তবে দেশে ফিরে ফের ব্যস্ত হয়ে পড়েছেন। সম্প্রতি দুটি নাটকের শুটিং শেষ করেছেন, যেগুলো প্রচারের অপেক্ষায়। এরমধ্যে জহির করিমের রচনা ও চিত্রনাট্যে অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্রের যৌথ নির্মাণে করেছেন ‘যতনে রেখেছি তোমায়’। আরও একটি নাটকের শুটিং করেছেন। প্রভা বলেন, আমি সর্বদা চেয়েছি কম তবে ভালো কিছু কাজ করতে। এখন দুটি নাটকে কাজ করেছি। যেগুলোর গল্প ও চরিত্র আমার মনের মতো।