বিয়ের দেড় সপ্তাহ পর অবশেষে বিয়ের ছবি প্রকাশ করলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। গত ভালোবাসা দিবসে প্রযোজক আদনান আল রাজীবকে বিয়ে করেন তিনি। গতকাল দুপুরে নিজের ফেসবুক পেজে পাঁচটি ছবি প্রকাশ করেছেন মেহজাবীন। ছবি প্রকাশ করে তাতে আবেগঘন এক পোস্টে লিখেছেন, ‘২০১২ সালের ৯ এপ্রিল আদনান আল রাজীবের সঙ্গে সাক্ষাৎ ঘটেছিল। ১৩ বছর পর সম্পর্কটা বিয়েতে গড়াল।’ গত রবিবার ঢাকার অদূরে একটি রিসোর্টে মেহজাবীনের গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়।