ক্রাইম থ্রিলার ‘ডাব্বা কার্টেল’ সিরিজ দিয়ে ওটিটির দুনিয়ায় পা রাখছেন ভারতীয় অভিনেত্রী শাবানা আজমী। ওই সিরিজের ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে একটি বিষয় নিয়ে ভুল স্বীকার করে ক্ষমাও চেয়েছেন তিনি। পরিচালক ফারহান আখতারের প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্ট নিয়ে আসছে ‘ডাব্বা কার্টেল’, যা আসছে নেটফ্লিক্সে। এ সিরিজের ট্রেইলার প্রকাশের অনুষ্ঠানে শাবানা বলেছেন, ওটিটির কাজে তাঁর যুক্ত হওয়ার বিষয়টি পুরোটাই পারিবারিক সূত্রে। শাবানা বলেছেন, ‘ডাব্বা কার্টেল’ সিরিজের চিন্তাটা শুরুতে মাথায় আসে ফারহানের স্ত্রী শিবানি আখতারের, শিবানি হলেন ফারহানের স্ত্রী। শাবানার স্বামী জাভেদ আখতার ও তাঁর প্রথম স্ত্রীর ছেলে ফারহানের সঙ্গে অভিনেত্রীর সুসম্পর্কের সুনাম আছে বলিউড ইন্ডাস্ট্রিতে। সিরিজে যুক্ত হওয়ার গল্প শুনিয়ে শাবানা বলেন, ‘শিবানি আমাকে অভিনয় করার আদেশ দিয়েছেন। বলুন তো বউমার হুকুম অমান্য করি কীভাবে?’