মঞ্চ, টিভি, ওটিটি ও চলচ্চিত্রের দাপুটে অভিনেতা-নির্দেশক ও মুক্তিযোদ্ধা তারিক আনাম খান। এ মহারথীর অভিনয় জগতে পথচলা দীর্ঘদিনের। সম্প্রতি বেশকিছু ওয়েব ও চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয় জীবনের জানা-অজানা বিভিন্ন বিষয় নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন- পান্থ আফজাল
পেছন ফিরে তাকালে স্মৃতিপটে কী ভেসে ওঠে?
কত কী যে দেখতে পাই, কত স্মৃতি ভেসে ওঠে চোখের সামনে! কতটা পথ হেঁটে এসেছি। এতটা বছর, কম তো নয়! কিন্তু একই পথে আছি। অন্য কোনো পথে যাইনি কিংবা টানেনি। আজ এত বছর পর মনে হয় অর্থপূর্ণ কিছু করতে পেরেছি। দেখতে পাই অনেক মানুষ আমাকে ভালোবাসে। মানুষের ভালোবাসা আমাকে স্পর্শ করে। কেউ কেউ আমাকে শিক্ষক, গুরু, ওস্তাদ মনে করে। হয়তো কিছু একটা করতে পেরেছি বলেই মানুষ আমাকে ভালোবাসে। এটা আমার পরম প্রাপ্তি।
এত বছর পরও কি মনে হয় কেন অভিনয় করছেন?
আমার কাছে সহজ উত্তর- অভিনয় করি ভালোবাসা থেকে। নাটক ও সিনেমায় অভিনয়সহ পরিচালনা করতে ভালোবাসি। যখন মুক্তিযুদ্ধ করি, যখন দিল্লিতে পড়ালেখা করতে যাই, তখনই ভেবেছিলাম আমার দায় আছে দেশের এবং শিল্পের প্রতি। সেই দায় থেকে একটুও সরিনি কখনো। আগামীতেও প্রিয় দেশের জন্য অনেক কিছু করে যেতে চাই।
অভিনয়ের কোনো সূত্র বিশ্বাস করেন?
অভিনয়ের কিছু কনসেপ্ট বিশ্বাস করি। মানুষের টেনডেন্সি হলো স্বাভাবিক মানুষকে দেখা। আমি যে কয়টা চরিত্র করেছি, চিন্তা করেছি সেটা যেন মানুষের জীবনের সঙ্গে মেলে, দেখে, বিশ্বাস করে। গ্রহণযোগ্য অভিনয়ই সবার করা উচিত। আই অলওয়েজ লার্ন। এটা খুবই ইমপোর্ট্যান্ট। ফরীদি, আসাদ, বাচ্চু ভাই, আলী যাকের, সারা যাকের, আসাদুজ্জামান নূর, আবুল হায়াত- এদের সঙ্গে মিশে কিন্তু আমি অনেক ঋদ্ধ হয়েছি; অনেক কিছু শিখেছি। সবারই শেখার অ্যাটিচিউড রাখাটা কিন্তু খুবই জরুরি। মানুষ আসলে একটি কূপমণ্ডূক জায়গার মধ্যে মানে একটি হাঁড়ির মধ্যে বন্দি হয়ে আছে। এটিকে ভাঙতে হবে। আর একটা বিষয় জানিয়ে রাখি, আমি এখনো হাতে লিখি। আমার মস্তিষ্ক আর কলমের আগার মধ্যে সংযোগ না হলে কিছুই লিখতে পারি না।
সিনেমা ইন্ডাস্ট্রির অবস্থা কেমন?
ইন্ডাস্ট্রি কিন্তু স্টাবলিশ না। একটু সুবাতাস শুরু হয়েছে কেবল। আমার মনে হয় এ বছর থেকে আরও ডেভেলপ হবে। পরিবর্তন আসবে। প্রচুর ভিন্ন ভিন্ন ছবি তৈরি হবে আশা রাখছি।
টিভি ইন্ডাস্ট্রির উত্তরণে কী প্রয়োজন?
টিভি নাটক আগের অবস্থায় নেই। আমরা বিটিভির মানুষ, নাটকের মানুষ। একটু যদি আমরা মান নিয়ন্ত্রণ করি, মার্কেট বুঝে কাজ করি তাহলে ভালো কিছুই হবে। আমি খুবই আশাবাদী মানুষ।
অভিনয় শেখার স্কুলের অগ্রগতি কতদূর?
এ স্বপ্নটা এখনো আছে। সামনে একটা কিছু করতে পারব হয়তো।
থিয়েটারে নিয়মিত হবেন না?
একটু কাজের প্রেসার হয়ে গেছে তো। তবে থিয়েটারটাকে যে লেভেলে নিয়ে যাওয়া দরকার সেটা কম হচ্ছে। তবে থিয়েটারটাকে পেশাদারিত্বের সঙ্গে মেলানো দরকার।