ওপার বাংলার প্রেক্ষাগৃহে চলছে প্রতিম ডি গুপ্ত পরিচালিত ছবি ‘চালচিত্র’। সেখানে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেতা অপূর্ব। কিন্তু এ ছবিতে অপূর্বর ‘ভয়েস’ নিয়ে ছিল নানান ধোঁয়াশা। দর্শকদের একাংশ দাবি করেন, ছবিতে অপূর্বর কণ্ঠস্বরটি ডাব করেছেন টালিউড অভিনেতা সুদীপ মুখার্জি; যেহেতু ছবির শেষে সুদীপকে ভয়েস আর্টিস্টের ক্রেডিট দেওয়া হয়। আবার অপূর্বর অনুরাগীদের দাবি, ছবিতে অভিনেতার কণ্ঠস্বরই তারা শুনেছেন। এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হন প্রতিম ডি গুপ্ত। সেখানে অবশ্য এ পরিচালক দাবি করেন, অপূর্বর কণ্ঠস্বর সুদীপকে দিয়ে ডাবিং করানো হয়েছিল, এটা সত্যি। তবে শেষ পর্যন্ত অপূর্বর কণ্ঠই রাখা হয়েছে। পরিচালকের কথায়, ‘শুটিংয়ের সময় অডিও খুব স্পষ্ট ছিল না। এদিকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির জন্য তখন অপূর্ব কলকাতায় ডাবিংয়ের জন্য আসতে পারবেন কি না সেটাও বুঝতে পারছিলাম না।’ ছবি মুক্তির কাজ তাড়াতাড়ি সারতেই সুদীপের শরণাপন্ন হতে হয় বলে জানান পরিচালক।