দেশের মোট ভূমির প্রায় ৭৫ শতাংশই উর্বরতা ঘাটতিতে ভুগছে। ক্রমাগত কমছে মাটির উর্বরতা। মাটিতে জরুরি পুষ্টি উপাদানের কমতি দেখা দিচ্ছে। জৈব সংকটে ভেঙে পড়ছে মাটির স্বাস্থ্য। দেশের বিপুল জনশক্তির খাদ্য চাহিদা মেটাতে বলা যায় নির্দয়ভাবে মাটি নিংড়ে ফলানো হচ্ছে ফসল। মাত্রাতিরিক্ত সার-কীটনাশক ব্যবহার করে এক জমিতেই বছরে ফলানো হচ্ছে চার-পাঁচটি ফসল। এতে আপাতদৃষ্টে ফসল উৎপাদন বাড়লেও, আখেরে ভয়াবহভাবে কমছে মাটির প্রাণশক্তি, উর্বরতা। মাটির প্রাকৃতিক পুষ্টিগুণ বিনষ্ট হওয়ায়, আবাদের ব্যয়ও বাড়ছে। ফসল উৎপাদনে চক্রবৃদ্ধি হারে অধিক সার ব্যবহারে বাধ্য হচ্ছেন কৃষক। এতে মাটির পিএইচ স্তর পরিবর্তিত হচ্ছে, যা স্বাভাবিক পুষ্টির ভারসাম্য নষ্ট করছে। হুমকির মুখে পড়ছে ভবিষ্যৎ কৃষি। মৃত্তিকাসম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের তথ্যানুযায়ী, দেশে আবাদি, বনভূমি, নদী, লেক, সংরক্ষিত বনাঞ্চল, সুন্দরবন ইত্যাদি এলাকা মিলিয়ে জমির পরিমাণ ১ কোটি ৪৭ লাখ ৫৭ হাজার হেক্টর। প্রতিষ্ঠানটির সর্বশেষ সমীক্ষা অনুযায়ী ২০২০ সালে জৈব পদার্থের ঘাটতি পাওয়া যায় প্রায় সোয়া কোটি হেক্টর জমিতে। এ ছাড়া ফসফরাস ঘাটতিযুক্ত এলাকা ৬৬ লাখ হেক্টর। প্রায় ৫৩ লাখ হেক্টরে রয়েছে পটাসিয়াম ঘাটতি। সালফারের ঘাটতি ৬৫ লাখ হেক্টরে। বোরনের ঘাটতিযুক্ত এলাকা ৫১ লাখ হেক্টরেরও বেশি। অন্যান্য পুষ্টি উপাদানেরও সংকট রয়েছে মাটিতে। এসবের প্রভাবে, ধারাবাহিকভাবে উর্বরতা হ্রাস পাওয়ায় দেশে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ভয়ানক দুশ্চিন্তার বিষয়! ২০৫০ সালের মধ্যে খাদ্য উৎপাদন ৩০ শতাংশ পর্যন্ত হ্রাস পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। এ অবস্থা থেকে উত্তরণে প্রত্যন্ত এলাকার কৃষক পর্যায়ে ব্যাপকভাবে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। পাশাপাশি এ-সংক্রান্ত বিশেষজ্ঞ মহল ও সংস্থাকে মাটির স্বাস্থ্যরক্ষায় কার্যকর পদক্ষেপ প্রণয়ন ও বাস্তবায়নে সক্রিয় হতে হবে। পর্যাপ্ত ভর্তুকি দিয়ে হলেও জৈবসারের ব্যবহার বাড়াতে হবে। না হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য খাদ্য উৎপাদন কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
শিরোনাম
- বরগুনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনির গ্রেফতার
- সেচ পাম্পে গোসল করতে যাওয়ায় কিশোরকে পিটিয়ে হত্যা
- আওয়ামী লীগের টাকার লোভে না পড়তে দলীয় নেতাদের হুঁশিয়ারি শামা ওবায়েদের
- ফ্যাসিবাদ পুনর্বাসনের প্রচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না : গোলাম পরওয়ার
- কালশী ফ্লাইওভারে গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, দুই যুবক নিহত
- মিয়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত
- দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
- হাসিনার এক মন্তব্যে সংকটে মাদারগঞ্জের সমবায় সমিতি
- এখনো ফাঁকা বন্দরনগরী
- ৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ট্রাম্প
- ঐশ্বরিয়া আমার মেয়ে নয়, কেবল ছেলের বউ : জয়া বচ্চন
- মাদকসহ এয়ারপোর্টে আটক কানাডার অধিনায়ক
- ‘প্রয়োজনে জোটগতভাবে নির্বাচন করবে এনসিপি’
- ট্রাম্পের শুল্ক বৃদ্ধিতে আইফোনের দাম হতে পারে ৩ লাখ টাকা
- পর্দায় নয়, এবার সত্যিই বিয়ে করলেন শামীম হাসান সরকার
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
- বগুড়ার কথিত মিনি জাফলং: স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীর প্রাণহানি
- তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনা, একজন নিহত
- তুরস্ক–গ্রিস উপকূলে পৃথক নৌকাডুবিতে ১৬ জনের প্রাণহানি
- দুর্নীতি দমনে বাংলাদেশ-থাইল্যান্ড চুক্তি স্বাক্ষর
হুমকির মুখে কৃষি
মাটির স্বাস্থ্যরক্ষায় পদক্ষেপ নিন
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর