অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ব্যাংকঋণের কিস্তি পরিশোধের সময়সীমা ৯০ দিন ধার্য করা হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের পরামর্শে এটা করা হয়েছে। আগামী মাস থেকে একবার কিস্তি পরিশোধে ব্যর্থ হলেই খেলাপির খাতায় নাম ওঠার নিয়ম চালু হচ্ছে। বাংলাদেশ ব্যাংক বিশ্বের সবচেয়ে গ্রহণযোগ্য এ নীতিমালা এমন একটা সময়ে বাস্তবায়ন করছে, যখন দেশের শিল্প-বাণিজ্য কঠিন বাস্তবতা মোকাবিলা করছে। উদ্যোক্তা ও ব্যবসায়ীরা রয়েছেন অনেকটা ‘আইসিইউ’ পরিস্থিতিতে। ঋণ খেলাপের নতুন নীতিমালা তাঁদের গলা টিপে মারার অবস্থা তৈরি করবে। বহু ব্যবসায়ী সর্বস্বান্ত হয়ে যাবেন। অনেক শিল্পকারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। হুমকিতে পড়বে রপ্তানি বাণিজ্য। অসংখ্য মানুষ কর্মচ্যুত হবেন। সব মিলে সমাজ ও অর্থনীতিতে চরম হতাশাজনক নৈরাজ্যের আশঙ্কা তৈরি হবে। ইতোপূর্বে ৬ থেকে ৯ মাস ঋণের কিস্তি পরিশোধ না করলে সেটা সন্দেহজনক খেলাপি হিসেবে চিহ্নিত হতো। মন্দঋণ বিবেচিত হতো ৯ মাস পেরিয়ে গেলে। এখন হঠাৎ করে আগামী মাসেই নতুন নিয়ম চালু হলে, খেলাপি ঋণের অঙ্ক ৫ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে। যা মোট বিতরণ করা ঋণের প্রায় এক-তৃতীয়াংশ। এ পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীরা, নতুন নিয়ম চালুর জন্য অন্তত এক বছর সময় চেয়েছেন। তাঁদের কারও কারও মতে, বাংলাদেশের প্রেক্ষাপটে ঋণখেলাপির বিষয়ে বিদ্যমান ৬ মাসের সময়কাঠামোই যথেষ্ট নয়। বর্তমান নিয়মেই অনেকে খেলাপি হচ্ছেন। সে ক্ষেত্রে সময় আরও কমানো হলে তা তাঁদের জন্য খুবই পীড়াদায়ক হবে। ঋণ খেলাপের পক্ষে সাফাই গাওয়ার প্রশ্ন ওঠে না। এই অপধারা দেশের ব্যাংক খাতকে দেউলিয়া করে দিয়েছে। অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জোগাড় হয়েছে। এটা অবশ্যই উপযুক্ত নিয়মকাঠামো ও শৃঙ্খলার মধ্যে আনতে হবে। এর কোনো বিকল্প নেই। তবে তার ষোলো আনা বাস্তবায়নে, ব্যবসায়ীদের কিছু সময়ের দাবিও অযৌক্তিক নয়। দেশের ব্যবসাবাণিজ্য ও অর্থনীতি কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরে এলে নতুন নিয়ম কার্যকরে ব্যবসায়ী সমাজের আবেদন বিবেচনার দাবি রাখে। শিল্পবাণিজ্য ও আর্থিক খাতের সামগ্রিক স্থিতিশীলতার স্বার্থেই এটা জরুরি।
শিরোনাম
- কুমিল্লায় মসজিদ কমিটির সেক্রেটারিকে হত্যার ঘটনায় গ্রেফতার ২
- বরগুনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনির গ্রেফতার
- সেচ পাম্পে গোসল করতে যাওয়ায় কিশোরকে পিটিয়ে হত্যা
- আওয়ামী লীগের টাকার লোভে না পড়তে দলীয় নেতাদের হুঁশিয়ারি শামা ওবায়েদের
- ফ্যাসিবাদ পুনর্বাসনের প্রচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না : গোলাম পরওয়ার
- কালশী ফ্লাইওভারে গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, দুই যুবক নিহত
- মিয়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত
- দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
- হাসিনার এক মন্তব্যে সংকটে মাদারগঞ্জের সমবায় সমিতি
- এখনো ফাঁকা বন্দরনগরী
- ৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ট্রাম্প
- ঐশ্বরিয়া আমার মেয়ে নয়, কেবল ছেলের বউ : জয়া বচ্চন
- মাদকসহ এয়ারপোর্টে আটক কানাডার অধিনায়ক
- ‘প্রয়োজনে জোটগতভাবে নির্বাচন করবে এনসিপি’
- ট্রাম্পের শুল্ক বৃদ্ধিতে আইফোনের দাম হতে পারে ৩ লাখ টাকা
- পর্দায় নয়, এবার সত্যিই বিয়ে করলেন শামীম হাসান সরকার
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
- বগুড়ার কথিত মিনি জাফলং: স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীর প্রাণহানি
- তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনা, একজন নিহত
- তুরস্ক–গ্রিস উপকূলে পৃথক নৌকাডুবিতে ১৬ জনের প্রাণহানি
খেলাপির নতুন নিয়ম
ব্যবসায়ীদের আবেদন নিয়ে ভাবুন
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর