অপারেশন ডেভিল হান্ট নামে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে শনিবার থেকে। এ অভিযানের লক্ষ্য হিসেবে সন্ত্রাসীদের পাকড়াও করার কথা বলা হচ্ছে। আশা করা হচ্ছে, এর মাধ্যমে আইনশৃঙ্খলার লাগাম টেনে ধরা সম্ভব হবে। গাজীপুর থেকে সন্ত্রাসী ধরার যে অভিযান শুরু হয়েছে, তা সারা দেশে সম্প্রসারিত হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত হয় এবং তা শনিবার থেকেই কার্যকর হয়েছে। গাজীপুরে গত শুক্রবার রাতে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাসভবনে ভাঙচুর চালায় দৃশ্যত, একদল লোক। এ সময় মসজিদের মাইক থেকে ঘোষণা করা হয়- মন্ত্রীর বাড়ি ডাকাতি হচ্ছে। ডাকাতদের প্রতিহত করার জন্য এলাকাবাসীকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। লোকজন লাঠিসোঁটা নিয়ে এগিয়ে আসে। তার আগেই সাবেক মন্ত্রীর বাসভবনে হামলার খবর শুনে তা ঠেকাতে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। ছাত্ররা হাজির হতেই পূর্বপরিকল্পনা অনুযায়ী সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। ওই ঘটনায় গুরুতর আহত হয় ১৩ জন, যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক। এর আগে বৃহস্পতিবার রাতে এক উপদেষ্টা বলেন, পুলিশের লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার হয়নি এবং সেগুলো জনগণের বিরুদ্ধে ব্যবহারের চেষ্টা চলছে। লাইসেন্সধারী বেশির ভাগ অস্ত্র পুলিশের কাছে জমা দেওয়া হলেও লুট হওয়া অস্ত্রের বড় অংশ এখনো উদ্ধার করা যায়নি। গোয়েন্দা তথ্যানুযায়ী, পরাজিত ফ্যাসিবাদী শক্তি দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। পরাজিত কোনো শক্তি জনগণের জন্য হুমকি হয়ে উঠলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন উপদেষ্টা। যা খুবই প্রাসঙ্গিক। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পরাজিত পক্ষ আপাতত গা-ঢাকা দিলেও তারা যে বসে নেই, তা স্পষ্ট। আশা করব, ডেভিল হান্টে সন্ত্রাসের সঙ্গে যারাই জড়িত থাক, তাদের পাকড়াও করা হবে।
শিরোনাম
- আওয়ামী লীগের টাকার লোভে না পড়তে দলীয় নেতাদের হুঁশিয়ারি শামা ওবায়েদের
- ফ্যাসিবাদ পুনর্বাসনের প্রচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না : গোলাম পরওয়ার
- কালশী ফ্লাইওভারে গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, দুই যুবক নিহত
- মিয়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত
- দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
- হাসিনার এক মন্তব্যে সংকটে মাদারগঞ্জের সমবায় সমিতি
- এখনো ফাঁকা বন্দরনগরী
- ৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ট্রাম্প
- ঐশ্বরিয়া আমার মেয়ে নয়, কেবল ছেলের বউ : জয়া বচ্চন
- মাদকসহ এয়ারপোর্টে আটক কানাডার অধিনায়ক
- ‘প্রয়োজনে জোটগতভাবে নির্বাচন করবে এনসিপি’
- ট্রাম্পের শুল্ক বৃদ্ধিতে আইফোনের দাম হতে পারে ৩ লাখ টাকা
- পর্দায় নয়, এবার সত্যিই বিয়ে করলেন শামীম হাসান সরকার
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
- বগুড়ার কথিত মিনি জাফলং: স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীর প্রাণহানি
- তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনা, একজন নিহত
- তুরস্ক–গ্রিস উপকূলে পৃথক নৌকাডুবিতে ১৬ জনের প্রাণহানি
- দুর্নীতি দমনে বাংলাদেশ-থাইল্যান্ড চুক্তি স্বাক্ষর
- রড ও কাঠ দিয়ে স্ত্রীকে বেধড়ক মারধর, স্বামী গ্রেফতার
- দিনাজপুর জিলা স্কুল এক্স-স্টুডেন্ট সোসাইটির যাত্রা শুরু