ভেজাল খাদ্য গ্রহণের কারণে প্রতি বছর দেশে তিন লাখ লোক ক্যান্সারে, দুই লাখ মানুষ কিডনি রোগে, দেড় লাখ নর-নারী ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। বিকলাঙ্গ শিশুর জন্ম হচ্ছে প্রায় ১৫ লাখ। এ তথ্য গবেষণার। অথচ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে খাদ্যে ভেজাল দেওয়া ও ভেজাল খাদ্য বিক্রির দায়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। তবে এ অপরাধে বড় কোনো সাজা দেওয়ার নজির নেই। আর নেই বলেই ভেজাল ও নকলের ছড়াছড়ি দেশের শহর-বন্দরের ছোটবড় সব বাজার-বিপণিতে। মানহীন পণ্যে সয়লাব। শিশুখাদ্যেও মেশানো হচ্ছে ভেজাল। নকল বৈদ্যুতিক সরঞ্জামের কারণে হরহামেশা ঘটছে অগ্নিদুর্ঘটনা। ফরসা হওয়ার জন্য ক্রিম ব্যবহার করে ঝলসে যাচ্ছে চামড়া। বড় বড় সুপার শপেও দেশিবিদেশি শীর্ষ সারির ব্র্যান্ডের নামে নকল শ্যাম্পু-তেল-পারফিউম বিক্রি হচ্ছে। খাবারে মেশানো হচ্ছে বিষাক্ত রং ও রাসায়নিক। এসবে মানুষের অসুখবিসুখ বাড়ছে। অপমৃত্যু ঘটছে। দিনের পর দিন প্রকাশ্যেই এমন অনিয়ম চললেও, নিয়ন্ত্রক সংস্থাগুলোর দায়সারা তদারকির কার্যকারিতা নেই বললেই চলে। পণ্যমান নির্ধারণকারী প্রতিষ্ঠান বিএসটিআই নামকাওয়াস্তে অভিযান চালালেও তাতে কাজের কাজ বিশেষ হচ্ছে না। বাজারে ভেজাল পণ্য রোধের চেয়ে লাইসেন্স দেওয়া ও নবায়নেই বিএসটিআই কর্মীরা বেশি ব্যস্ত বলে অভিযোগ রয়েছে। অর্থাৎ ভূত তাড়ানোর শর্ষেতেই ভূত। এই সুযোগে নোংরা পরিবেশে অস্বাস্থ্যকর উপাদানে তৈরি পণ্য বিএসটিআই অনুমোদনের সিল দিয়ে দেদার বিক্রি হচ্ছে। দেখার কেউ নেই। বিএসটিআই কর্তা আত্মúক্ষ সমর্থন করে সাফাই গাইছেন যে সীমিত জনবল দিয়ে তাঁরা সাধ্যমতো চেষ্টা করছেন। আসলে মানুষের মানসিকতার পরিবর্তন না হলে ভেজাল ঠেকানো কঠিন। উৎপাদক-বিক্রেতা-ভোক্তা সবাইকে সমানভাবে দায়িত্বশীল ও সচেতন হতে হবে। উৎপাদন ও বিপণন ক্ষেত্রে নিবিড় তদারকি, নিয়ন্ত্রণ ও কঠোর দণ্ডের বিধান জোরদারভাবে জারি রাখতে হবে। পণ্যমানে সামান্য বিচ্যুতিও বরদাশত করা চলবে না। ভোক্তাকেও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কষ্টে অর্জিত অর্থে তিনি খাদ্যের নামে বিষ, প্রয়োজনীয় পণ্যের নামে রোগব্যাধি-বিপদ কিনছেন কিনা, যাচাই করা তার কর্তব্য। সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রতিরোধে নকল-ভেজাল-মানহীন পণ্য উৎপাদন ও বিপণন বন্ধ করতে হবে। ব্যর্থতার জন্য নিয়ন্ত্রক সংস্থাকে উপযুক্ত জবাবদিহির আওতায় আনতে হবে। তাদের সততা, সদিচ্ছা ও সক্রিয়তার মান যাচাইয়ের ব্যবস্থাও রাখতে হবে।
শিরোনাম
- আওয়ামী লীগের টাকার লোভে না পড়তে দলীয় নেতাদের হুঁশিয়ারি শামা ওবায়েদের
- ফ্যাসিবাদ পুনর্বাসনের প্রচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না : গোলাম পরওয়ার
- কালশী ফ্লাইওভারে গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, দুই যুবক নিহত
- মিয়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত
- দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
- হাসিনার এক মন্তব্যে সংকটে মাদারগঞ্জের সমবায় সমিতি
- এখনো ফাঁকা বন্দরনগরী
- ৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ট্রাম্প
- ঐশ্বরিয়া আমার মেয়ে নয়, কেবল ছেলের বউ : জয়া বচ্চন
- মাদকসহ এয়ারপোর্টে আটক কানাডার অধিনায়ক
- ‘প্রয়োজনে জোটগতভাবে নির্বাচন করবে এনসিপি’
- ট্রাম্পের শুল্ক বৃদ্ধিতে আইফোনের দাম হতে পারে ৩ লাখ টাকা
- পর্দায় নয়, এবার সত্যিই বিয়ে করলেন শামীম হাসান সরকার
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
- বগুড়ার কথিত মিনি জাফলং: স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীর প্রাণহানি
- তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনা, একজন নিহত
- তুরস্ক–গ্রিস উপকূলে পৃথক নৌকাডুবিতে ১৬ জনের প্রাণহানি
- দুর্নীতি দমনে বাংলাদেশ-থাইল্যান্ড চুক্তি স্বাক্ষর
- রড ও কাঠ দিয়ে স্ত্রীকে বেধড়ক মারধর, স্বামী গ্রেফতার
- দিনাজপুর জিলা স্কুল এক্স-স্টুডেন্ট সোসাইটির যাত্রা শুরু