মূল্যস্ফীতির চাপে হিমশিম নিম্ন ও মধ্যআয়ের মানুষ। সুদহার বাড়ালেই এটা কমবে, বাংলাদেশ ব্যাংকের এ ধারণার সঙ্গে একমত নন ব্যবসায়ীরা। তাঁদের মতে, মূল্যস্ফীতি কমানোর এ পন্থা সঠিক নয়। কারণ দেশের প্রায় ৮০ ভাগ মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাংক ব্যবস্থার বাইরে। ৭০ শতাংশ মানুষ ব্যাংকেই যান না। এমন বাস্তবতায় জাতীয় অর্থনীতি ও ব্যবসাবাণিজ্যে গতিসঞ্চারে অত্যাবশ্যক স্থিতিশীল পরিবেশ, প্রয়োজনীয় সহায়তা ও প্রণোদনা, এমনকি সঠিক নির্দেশনাও পাচ্ছেন না ব্যবসায়ী ও উদ্যোক্তারা। তাঁদের অভিযোগ, উচ্চ মূল্যস্ফীতিতে বিক্রি কমে গেছে। ব্যাংক ঋণের চড়া সুদহারে বিনিয়োগ হচ্ছে না। চাহিদা অনুযায়ী এলসি খোলা যাচ্ছে না। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি প্রায় ৮ শতাংশের নিচে নেমে এসেছে। নতুন সংযোগে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। আইএমএফের সুপারিশে বিভিন্ন পণ্যের ওপর কর-ভ্যাট বাড়ানো হয়েছে। প্রচলিত পদ্ধতিতে কিছু অসংলগ্নতা এবং জটিলতাও রয়েছে। সার্বিক নেতিবাচক পরিস্থিতিতে ব্যবসাবাণিজ্য, শিল্পোৎপাদন টিকিয়ে রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব নিয়েই ব্যবসায়ী নেতৃবৃন্দ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের শরণাপন্ন হয়ে সংকট উত্তরণের দিকনির্দেশনা চেয়েছেন। বলেছেন, দেয়ালে পিঠ ঠেকে গেছে তাঁদের। দিনদিন হতাশা বাড়ছে। ব্যবসায়ী নেতৃবৃন্দ মৌলিক সমস্যার কিছু অতি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে সেগুলোর বিষয়ে কর্তৃপক্ষকে নমনীয় ও সহযোগিতামূলক সিদ্ধান্ত নেওয়ার সুপারিশ করেন। যাতে তাঁরা অযৌক্তিক স্বল্প সময়ে ঋণখেলাপি হওয়ার ঝুঁকি থেকে মুক্তি পান, বন্ধকী সম্পত্তি বিক্রি করে হলেও দায়হ্রাস করতে পারেন এবং স্বল্প জামানতে ঋণ নিয়ে পরিশোধে অধিক সময় পান। প্রণোদনার অর্থ তিন মাসের মধ্যে দেওয়ার দাবিও তুলে ধরেন ব্যবসায়ীরা। উৎপাদনমুখী শিল্পের জন্য সুদহার কমানো অথবা আর্থিক সহায়তার প্রত্যাশা ব্যবসায়ীদের। না হলে আখেরে জাতীয় অর্থনীতি ঝুঁকির মুখে পড়ার শঙ্কা। সংশ্লিষ্ট সবার অংশগ্রহণে, বিশেষজ্ঞদের পরামর্শে, অর্থনীতির এ জটিল সমীকরণ সমাধানে লাগসই নীতিনির্ধারণ করা জরুরি। শিল্প-বাণিজ্য-অর্থনীতিতে যে কোনো সংকট উত্তরণে দ্রুত সমাধানই সব সময় প্রকৃত উপশম নয়। এর পার্শ্বপ্রতিক্রিয়ায় বড় ক্ষতির শঙ্কাও থাকতে পারে। শিল্প-বাণিজ্য বিঘ্নিত হলে বিনিয়োগে স্থবিরতা আসবে, কর্মসংস্থান সংকুচিত হবে, বেকারত্বের দুঃসহ ভার বইতে হবে জাতিকে। ঘরে ঘরে হাহাকার উঠতে পারে। জুলাই অভ্যুত্থানোত্তর নতুন প্রেক্ষাপটে হাজারো শহীদের স্বপ্ন বাস্তবায়নে সামাজিক মর্যাদা ও সাম্যের বাংলাদেশ বিনির্মাণে অতি সংবেদনশীল এ বিষয়গুলো সর্বোচ্চ সতর্কতার সঙ্গে বিবেচনা করা উচিত।
শিরোনাম
- কুমিল্লায় মসজিদ কমিটির সেক্রেটারিকে হত্যার ঘটনায় গ্রেফতার ২
- বরগুনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনির গ্রেফতার
- সেচ পাম্পে গোসল করতে যাওয়ায় কিশোরকে পিটিয়ে হত্যা
- আওয়ামী লীগের টাকার লোভে না পড়তে দলীয় নেতাদের হুঁশিয়ারি শামা ওবায়েদের
- ফ্যাসিবাদ পুনর্বাসনের প্রচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না : গোলাম পরওয়ার
- কালশী ফ্লাইওভারে গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, দুই যুবক নিহত
- মিয়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত
- দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
- হাসিনার এক মন্তব্যে সংকটে মাদারগঞ্জের সমবায় সমিতি
- এখনো ফাঁকা বন্দরনগরী
- ৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ট্রাম্প
- ঐশ্বরিয়া আমার মেয়ে নয়, কেবল ছেলের বউ : জয়া বচ্চন
- মাদকসহ এয়ারপোর্টে আটক কানাডার অধিনায়ক
- ‘প্রয়োজনে জোটগতভাবে নির্বাচন করবে এনসিপি’
- ট্রাম্পের শুল্ক বৃদ্ধিতে আইফোনের দাম হতে পারে ৩ লাখ টাকা
- পর্দায় নয়, এবার সত্যিই বিয়ে করলেন শামীম হাসান সরকার
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
- বগুড়ার কথিত মিনি জাফলং: স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীর প্রাণহানি
- তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনা, একজন নিহত
- তুরস্ক–গ্রিস উপকূলে পৃথক নৌকাডুবিতে ১৬ জনের প্রাণহানি
ব্যবসাবাণিজ্যে সংকট
ব্যবসায়ীদের যৌক্তিক দাবি পূরণ করুন
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর