দেড় দশকের স্বৈরাচার পতনে ছাত্র-জনতার গণ আন্দোলনে শহীদ পাঁচ সাংবাদিকের পরিবারের দায়িত্ব নিয়েছে বসুন্ধরা গ্রুপ। তাদের জন্য এক কোটি টাকা সহায়তার ঘোষণা করেছেন গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। বৃহস্পতিবার দৈনিক কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। দেশের শীর্ষস্থানীয় শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপের শিরোধার্য দর্শন এবং উদ্দেশ্য হচ্ছে ‘দেশ ও জনগণের কল্যাণ’। অসহায়, অসুস্থ, দরিদ্র, বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো এ গ্রুপের নৈমিত্তিক কাজের অংশ। অসংখ্য গুরুতর অসুস্থ মানুষ বসুন্ধরার আর্থিক সহায়তায় সুস্থ হয়ে নতুন জীবন লাভ করে। তার সব খবর মানুষ জানতে পারে না। নিহত সাংবাদিক দম্পতি সাগর-রুনির সন্তানের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা। ছেলেধরা গুজব ছড়িয়ে পিটিয়ে মারা রেণু বেগমের পরিবারে সহযোগিতার হাত বাড়িয়েছে। বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে সারা দেশে দরিদ্র নারী-শিশুসহ সব শ্রেণিপেশার মানুষকে স্বাবলম্বী হওয়ার প্রেরণা ও পাথেয় জোগানো হচ্ছে। বিনামূল্যে চক্ষুশিবির পরিচালনায় অসংখ্য মানুষ দৃষ্টিশক্তি ফিরে পাচ্ছে। সুদমুক্ত ঋণদানের একটা কর্মসূচি দীর্ঘদিন ধরে পরিচালনা করছে বসুন্ধরা গ্রুপ। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্যও এ পরিবারের বিশেষায়িত কল্যাণ প্রচেষ্টা রয়েছে। বিরাট বিনিয়োগ ও পৃষ্ঠপোষকতা বিশেষ ভূমিকা রাখছে দেশের ক্রীড়া উন্নয়নে। এসবেরই ধারাবাহিকতা জুলাই বিপ্লবে শহীদ পাঁচ সাংবাদিকের পরিবারের জন্য এই কোটি টাকার সহায়তা ঘোষণা। দেশের প্রতিটি বিবেকবান মানুষ নিঃসন্দেহে এ পদক্ষেপকে সাধুবাদ জানাবেন। কিংবদন্তি সাংবাদিকব্যক্তিত্ব শফিক রেহমান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানকে একজন স্বপ্নদ্রষ্টা আখ্যা দিয়ে বলেন, ‘তিনি একজন অসাধারণ মানুষ, শেষ পর্যন্ত চূড়ান্ত বিজয়ী।’ গত জুলাই-আগস্টে স্বৈরাচার পতনের আন্দোলনে শিশু-নারীসহ প্রায় দুই হাজার মানুষ শহীদ হয়েছেন। আহত-পঙ্গু-অন্ধ হয়েছেন অন্তত ২৫ হাজার। স্বজন হারানো পরিবারগুলোর দায়িত্ব নেওয়া, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা একা সরকারের পক্ষে সহজ নয়। আহতদের অনেকেই বিভিন্ন হাসপাতালে দুঃসহ যন্ত্রণা ভোগ করছেন। যদি দেশের বিভিন্ন শিল্পবাণিজ্য গ্রুপ, বিত্তবান মানুষ সাধ্যমতো তাদের দায়িত্ব নেন, বিপন্ন মানবতার সেবায় তা বিরাট ভূমিকা পালন করতে পারে- যে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করলেন বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান, শীর্ষ শিল্পোদ্যোক্তা আহমেদ আকবর সোবহান। একইভাবে এগিয়ে আসতে পারে দেশের সব বেসরকারি হাসপাতাল। স্বাস্থ্যসেবার নামে রোগীদের পকেট কাটা চিকিৎসা-বাণিজ্যের অভিযোগ তাদের বিরুদ্ধে প্রায়ই উচ্চারিত হয়। এরা যদি ১০০ জন করে আহতের চিকিৎসার দায়িত্ব নেন- আহতদের দুর্ভোগ লাঘবের মাধ্যমে জুলাই বিপ্লবে তাদের কিছুটা হলেও ভূমিকা পালন হয়। চিকিৎসা-বাণিজ্যের দুর্নাম ঘোচে। আশা করি বসুন্ধরার অগ্রণী ভূমিকা থেকে শিক্ষা নিয়ে তারাও দায়বোধ করবেন এবং অনুপ্রাণিত হবেন।
শিরোনাম
- আওয়ামী লীগের টাকার লোভে না পড়তে দলীয় নেতাদের হুঁশিয়ারি শামা ওবায়েদের
- ফ্যাসিবাদ পুনর্বাসনের প্রচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না : গোলাম পরওয়ার
- কালশী ফ্লাইওভারে গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, দুই যুবক নিহত
- মিয়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত
- দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
- হাসিনার এক মন্তব্যে সংকটে মাদারগঞ্জের সমবায় সমিতি
- এখনো ফাঁকা বন্দরনগরী
- ৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ট্রাম্প
- ঐশ্বরিয়া আমার মেয়ে নয়, কেবল ছেলের বউ : জয়া বচ্চন
- মাদকসহ এয়ারপোর্টে আটক কানাডার অধিনায়ক
- ‘প্রয়োজনে জোটগতভাবে নির্বাচন করবে এনসিপি’
- ট্রাম্পের শুল্ক বৃদ্ধিতে আইফোনের দাম হতে পারে ৩ লাখ টাকা
- পর্দায় নয়, এবার সত্যিই বিয়ে করলেন শামীম হাসান সরকার
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
- বগুড়ার কথিত মিনি জাফলং: স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীর প্রাণহানি
- তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনা, একজন নিহত
- তুরস্ক–গ্রিস উপকূলে পৃথক নৌকাডুবিতে ১৬ জনের প্রাণহানি
- দুর্নীতি দমনে বাংলাদেশ-থাইল্যান্ড চুক্তি স্বাক্ষর
- রড ও কাঠ দিয়ে স্ত্রীকে বেধড়ক মারধর, স্বামী গ্রেফতার
- দিনাজপুর জিলা স্কুল এক্স-স্টুডেন্ট সোসাইটির যাত্রা শুরু