বাঘের চেয়ে চালাক শিয়াল
বাঘ মানে না তা,
বাঘ যে হলো বনের রাজা
শিয়াল একটা ছা।
বাঘকে শিয়াল বললো হেসে
চলো তারই কাছে,
তোমার চেয়ে বড় জন্তু
ঐ না কূপে আছে।
শিয়ালেরই কথা শুনে
লম্ফ দিলো বাঘ;
ধপাস করে পড়লো কূপে
উঠলো আরও রাগ!
শিয়াল বলে দেখো এবার
বুদ্ধি বেশি কার,
বাঘরা হলো বোকার হাড্ডি
বুদ্ধি নাইকো তার।