ঘাসের ডগায় পাতায় পাতায়
শিশির জমে আছে,
শীত এসেছে শীত এসেছে
সকল গাছে গাছে।
কুয়াশা খেলছে চারদিকে
ধোঁয়ার ছড়াছড়ি,
শীত এসেছে ঠান্ডারা আজ
দিচ্ছে গড়াগড়ি।
সূর্য মামা উঠছে না রোজ
রোদের লুকোচুরি,
শীতের কাপড় পরে এখন
সারাটা দিন ঘুরি।
ঘাসের ডগায় পাতায় পাতায়
শিশির জমে আছে,
শীত এসেছে শীত এসেছে
সকল গাছে গাছে।
কুয়াশা খেলছে চারদিকে
ধোঁয়ার ছড়াছড়ি,
শীত এসেছে ঠান্ডারা আজ
দিচ্ছে গড়াগড়ি।
সূর্য মামা উঠছে না রোজ
রোদের লুকোচুরি,
শীতের কাপড় পরে এখন
সারাটা দিন ঘুরি।