সিংড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় পালিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) স্মৃতিসৌধ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ এর সূচনা হয়।
পরে আনুষ্ঠানিক ভাবে স্মৃতিসৌধে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৭ টায় উপজেলার কলম ও হাতিয়ান্দহ গণকবরে প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন এবং ৯টায় কোর্ট মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইউএনও মাজহারুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হক, উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক, কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন।
আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ, সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল লতিফ, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ