ফেনীর ফুলগাজীতে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে জাতীয় শিশু-কিশোর সংগঠন অংকুর।
বৃহস্পতিবার সকালে উপজেলার পূর্ব দরবারপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগসহ নানা উপহার বিতরণ করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অর্থায়নে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অংকুরের নির্বাহী পরিচালক শাহ্ শিহাব উদ্দিন।
অংকুর ফেনীর পরিচালক আবুল বাশারের পরিচালনায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদমান মুজতবা রাফিদ ও আবদুল্লাহ ইবনে জোবায়ের।
এছাড়া আরও উপস্থিত ছিলেন মাওলানা মোশাররফ হোসাইন, মাওলানা শফি উল্লাহ, মাস্টার এনামুল হক, মাওলানা ইকবাল হোসাইন ও মাওলানা জাহিদুল ইসলাম প্রমুখ।
এসময় শিক্ষার্থীদের ১টি করে স্কুল ব্যাগ, ৩টি খাতা, কলম, পেন্সিলসহ অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিরা।
ঈদের পূর্বে নতুন স্কুল ব্যাগ ও অন্যান্য উপহার পেয়ে শিশুরা আনন্দে উচ্ছ্বাসিত হয়ে ওঠে।
উল্লেখ্য, ফেনীর বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য এর আগে দুই দফায় শিক্ষা উপকরণ ও বন্যাকালীন শিশু খাদ্য বিতরণ করেছে অংকুর।
বিডি প্রতিদিন/আশিক