ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষ্যে বান্দরবানে সাংবাদিকদের সাথে এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বান্দরবানের সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ দিলীপ কুমার দেবনাথ সাংবাদিকদের জানান, এবারের ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী ১০ হাজার ৩১৬ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৬৪ হাজার ৬০ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তিনি জানান, আগামী ১৫ মার্চ অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে ৭টি উপজেলার ৮৩১ টি কেন্দ্রে ১৪১ জন স্বাস্থ্য সহকারী এবং ৯০ জন সুপারভাইজার হিসেবে কাজ করবেন।
অনুষ্ঠানে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. থোয়াই অংচিং মারমা এবং বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম