কক্সবাজারের উখিয়ার বন থেকে একটি হাতির মরদেহ উদ্ধার করেছে বনবিভাগ।
বৃহস্পতিবার দুপুরে উখিয়া রেঞ্জের সদর বিটের জুমছড়ি এলাকার পাহাড়ে হাতিটির মরদেহ পাওয়া যায় বলে জানিয়েছেন কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. নূরুল ইসলাম।
তিনি জানান, হাতিটি শারীরিকভাবে অসুস্থতার কারণে মারা যায় বলে ধারণা করা হয়েছে। পুরুষ হাতিটির মুখ দিয়ে রক্ত বমি বের হয়েছে। হাতির চলার পথে প্রায় দেড় কিলোমিটার পর্যন্ত রক্ত বমি দেখা গেছে। হাতিটির বয়স আনুমানিক ৩৫ বছর হতে পারে। সুরতহাল প্রতিবেদন ও নমুনা সংগ্রহ করে হাতিটির মরদেহ মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। সংগ্রহ করা নমুনা ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/নাজমুল