বগুড়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে ৫ লাখ ৬ হাজার ৩৬৮ জন শিশুকে। বুধবার বেলা ১২টায় বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সংক্রান্ত ওরিয়েন্টেনে এই তথ্য জানানো হয়।
সভায় বগুড়া সিভিল সার্জন ডা. এ. কে. এম. মোফাখখারুল ইসলাম বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৬০ হাজার ৯৭০ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৪৫ হাজার ৩৯৮ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি আরও বলেন, মোট ২ হাজার ৮৬৭টি কেন্দ্রে দুই প্রকারের ক্যাপসুল খাওয়ানো হবে। এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ক্যাম্পেইনের প্রতি কেন্দ্রে স্বেচ্ছাসেবীরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
সভায় আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. পূণম সরকার, সাজ্জাদ-উল-হক, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য মীর্জা সেলিম রেজা, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস, সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম বগড়া, আবুল কালাম, রাহাত রিটু, বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিমসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আগামী শনিবার দিনব্যাপী এ ক্যাম্পেইন চলবে।
বিডিপ্রতিদিন/কবিরুল