পটুয়াখালীতে বসতঘরে ঢুকে রিজিয়া বেগম (৫০) নামে গৃহবধূকে উপর্যুপরি কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে সদর উপজেলার বড়বিঘাই ইউনিয়নের দক্ষিণ বিঘাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহতের স্বামী আঃ খালেক হাওলাদারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রিজিয়া বেগমের স্বামী আঃ খালেক হাওলাদার একজন দিনমজুর তাই রিজিয়া বেগম ঢাকায় গৃহপরিচারিকার কাজ করতেন। ঘটনার ৩ দিন আগে রিজিয়া ঢাকা থেকে নিজ বাড়িতে আসেন। মাগরিবের সময় স্বামী-স্ত্রী মিলে ইফতার করেন। ইফতার শেষে স্বামী বাড়ির পাশের একটি মসজিদে তারাবির নামাজ আদায় করতে যান। নামাজ আদায় করে রাতে ঘরে ফিরে দেখেন তার স্ত্রী রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। পরে তার ডাক-চিৎকারে এলাকাবাসী ছুটে আসেন এবং পুলিশকে খবর দেয়া হয়।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের জখম রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্ত কার্যক্রম চলছে। ঘটনায় জড়িতদের শীঘ্রই আইনের আওতায় আনতে মাঠে কাজ করছে পুলিশ। ওসি আরও বলেন, নিহতের স্বামী আঃ খালেক হাওলাদারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ