স্বাস্থ্য মন্ত্রণালয়ের হটকারী সিদ্ধান্তের প্রতিবাদে ও ৫ দফা দাবি আদায়ের লক্ষে চাঁপাইনবাবগঞ্জের সরকারি হাসপাতালগুলোতে কর্মবিরতি পালন করেছেন চিকিৎসকরা।
এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ, সহকারি পরিচালক ডা. মোয়াজেম্ম হোসেন খান চৌধুরী, আরএমও ডা. আব্দুস সামাদ, ডা. মোসলেহ উদ্দিন, ডা. শরিফুল হক কানন প্রমূখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ