কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝি মোহাম্মদ নূর হত্যায় দায়ের করা মামলার এজাহারভুক্ত চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ১৪ এপিবিএন পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নুর হোসেন, কামাল হোসেন, সিদ্দিক ও জুবায়ের।
১৪ এপিবিএনের অধিনায়ক সিরাজ আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার এজাহারভুক্ত চার আসামিকে গ্রেফতার করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
গত মঙ্গলবার রাতে তারাবির নামাজ শেষে বাসায় ফেরার পথে ৫/৬ জন সন্ত্রাসী মিলে নুরকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহত মোহাম্মদ নুরের স্ত্রী সামিরা বেগম উখিয়া থানায় ১৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন জানান, এ মামলায় চার অভিযুক্তকে থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই