কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম বলেন, ‘একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
শনিবার (১ মার্চ) কুমিল্লার বরুড়ার শাহের বানু আইডিয়াল স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী আব্দুল হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বরুড়া মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা, বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক ও পরিচালনা পর্ষদের সভাপতি আমিন নার্গিস।
এসময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. রেজাউল করিম মজুমদার সকলকে ধন্যবাদ জানান। অনুষ্ঠান সমন্বয় করেন সহকারী প্রধান শিক্ষক কামরুন নেছা। অনুষ্ঠান সঞ্চালনা করেন নয়ন দেওয়ানজী, শাকিলা ইসলাম ও আব্দুর রহমান জকি।
বিডি প্রতিদিন/মুসা