মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ দুজনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রয়োরি) এ অভিযান পরিচালিত হয়। ক্যাম্পের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাগুরা পৌরসভার ৫ নং ওয়ার্ডের পারনান্দুয়ালী গ্রামের অন্তর্গত আশিকুল আলমের দোকানে অবৈধ অস্ত্রের সন্ধান পায় যৌথ বাহিনী।
এরই সূত্র ধরে মঙ্গলবার বিকালে মেজর সাফিনের নেতৃত্বে মাগুরা আর্মি ক্যাম্প, ১৪ বীর কর্তৃক উক্ত দোকানে অভিযান চালানো হয়।
অভিযানে ১টি ওয়ান শ্যুটার গান, এক রাউন্ড কার্তুজ, ২টি মোবাইল, ১টি মোটরসাইকেলসহ আল আমিন (৩১) ও সাজিদ (২৫) নামের দুজনকে আটক করা হয়।
আটক আল আমিন শহরের পারলা গ্রামের বক্কার মল্লিকের ছেলে। সাজিদ একই গ্রামের অহিদুর রহমানের ছেলে।
তাদের বিরুদ্ধে মাগুরা সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে ও তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ