দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন-ধর্ষণ-হত্যা, হামলা, ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ নারী আন্দোলন। কর্মসূচিতে অপরাধীদের বিচার এবং সবার নিরাপত্তা নিশ্চিতে দাবি জানানো হয়।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বাংলাদেশ নারী আন্দোলন জেলা শাখার উদ্যোগে শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ নারী আন্দোলনের জেলা সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুনের সভাপতিত্বে সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য মনজুর আলম মিঠু, সুন্দরগঞ্জ ডিগ্রি মহিলা কলেজের সাবেক শিক্ষক অধ্যাপক নাসরিন সুলতানা রেখা এবং সামাজিক সংগঠন রেসকিউ ফোর্স গাইবান্ধার সমন্বয়ক রুদ্রনীল। এছাড়াও নারী আন্দোলনের জেলা সংগঠক পারুল বেগম, শামিম আরা মিনা, সাদিয়া পারভিনসহ আরও অনেকে বক্তৃতা করেন।
বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন-ধর্ষণ-হত্যা, হামলা, ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড মহামারির মত বাড়ছে। যা চূড়ান্তভাবে আইনশৃঙ্খলার অবনতি এবং নিরাপত্তাহীনতার বহিঃপ্রকাশ।
শেষে একটি মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/এএ