চুয়াডাঙ্গায় অসংক্রামক রোগ প্রতিরোধে নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় উদ্যোগ গ্রহণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে চুয়াডাঙ্গা পৌরসভার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সেন্টার ফর ল’ অ্যান্ড পলিসি এফেয়ার্স ও উন্নয়ন সংস্থা রিসো’র আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবর। এতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার প্রশাসক শারমিন আক্তার। অতিথি ছিলেন রিসোর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম।
আলোচনা সভায় নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় উদ্যোগ গ্রহণের জন্য পৌর প্রশাসকের কাছে ১০টি প্রস্তাবনা তুলে ধরা হয়।
বিডি প্রতিদিন/এমআই