বরিশাল নগরীর রূপাতলী এলাকা থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। প্লাস্টিকের ব্যাগ থেকে নবজাতকটির লাশ টেনে বের করেছে কুকুর। বুধবার সকালে নগরীর রূপাতলী চান্দু মার্কেটের সামনের সড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান।
স্থানীয় বাসিন্দা মো. শাওন বলেন, সিসিটিভি ফুটেজে দেখা যায় সকাল ৬টার দিকে একটি হলুদ রঙের ইজিবাইকের চালক রাস্তায় বস্তাটি ফেলে চলে যায়। পরে কুকুর বস্তা থেকে টেনে শিশুর লাশ বের করে। তা দেখতে পেয়ে স্থানীয়রা জরুরি নম্বর ৯৯৯-এ কল করলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
ওসি মিজানুর রহমান বলেন, পলিথিনের ব্যাগের মধ্যে কাপড়ে মোড়ানো অবস্থায় লাশটি রাখা ছিল। নবজাতকটি জন্মের আগে না পরে মারা গেছে কিনা জানতে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে কোনো অনৈতিক সম্পর্কের কারণে শিশুর জন্ম হয়েছে। কোনো অভিভাবক পাওয়া না যাওয়ায় ময়না তদন্ত শেষে দাফনের জন্য আঞ্জুমানে দেয়া হবে।
বিডি প্রতিদিন/নাজিম