স্বাস্থ্যসেবার মানোন্নয়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিতকরণের লক্ষ্যে গাইবান্ধায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৮ ফ্রেব্রুয়ারি) সকালে সচেতন নাগরিক কমিটি (সনাক), গাইবান্ধার উদ্যোগে ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সহায়তায় সিভিল সার্জন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সনাক সভাপতি আফরোজা বেগম লুপুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন গাইবান্ধা জেলার সিভিল সার্জন ডা. কানিজ সাবিহা। এছাড়া সভায় বক্তব্য রাখেন সনাক সদস্য অধ্যাপক মাজহারউল মান্নান, সনাক সহ-সভাপতি জিয়াউল হক কামাল, শিরিন আকতার।
এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার-সিএস ডা. মো. রেজওয়ান আহমেদ, ডা. কাজী মো. আহসানুল হাসীব মুবীন, গাইবান্ধা সদর উপজেলা স্বাস্থ্য অফিসের মেডিকেল অফিসার ডা. শর্মিষ্ঠা রানী বর্মন, সনাক সহ-সভাপতি আমাতুর নূর ছড়া এবং সদস্য নাহিদ হাসান চৌধুরী রিয়াদ, ইয়েস দলনেতা জান্নাতুল ফেরদৌসী জেমি এবং ইয়েস সদস্য জাকিয়া আক্তার। সভার লক্ষ্য, উদ্দেশ্য ও সুপারিশসমূহ উপস্থাপন করেন সনাকের স্বাস্থ্যবিষয়ক উপকমিটির আহ্বায়ক উজ্জল চক্রবর্তী। সভাটি সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মো. মাসুদ রানা।
সভায় উত্থাপিত সুপারিশগুলো-উপস্বাস্থ্য কেন্দ্রসমূহে সেবাগ্রহীতাদের জন্য তথ্য উন্মুক্তকরণ ও সিটিজেন চার্টার হালনাগাদ করা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন করা, রক্তচাপ ও ওজন পরিমাপ করে ঔষধ ও পরামর্শ প্রদান, আন্তরিক সেবা নিশ্চিত করা, প্রয়োজনীয় ঔষধের সরবরাহ বৃদ্ধি করা, উপস্বাস্থ্য কেন্দ্রসমূহের শূন্যপদে চিকিৎসক পদায়ন করা, উপস্বাস্থ্য কেন্দ্রে কর্মরত কর্মকর্তাদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করা, অবৈধ দখল রোধে উপস্বাস্থ্য কেন্দ্রসমূহের সীমানা প্রাচীর নির্মাণ করা এবং জেলা ও উপজেলা পর্যায় থেকে মনিটরিং ব্যবস্থা জোরদার করা।
সিভিল সার্জন ডা. কানিজ সাবিহা তার বক্তব্যে সনাক-টিআইবি’র প্যাকটা প্রকল্পের আওতায় নির্বাচিত উপস্বাস্থ্য কেন্দ্রসমূহে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সহায়তা করার আশ্বাস দেন এবং স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিতকরণের মাধ্যমে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/জামশেদ