শরীয়তপুর সদর উপজেলার চৌরঙ্গীর মোড়ে জেলা পরিষদ কিংডম পার্কিং ও সড়কের নির্ধারিত জায়গায় নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ মঙ্গলবার শরীয়তপুর সদর উপজেলা ভূমি কর্মকর্তা উপস্থিত থেকে অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করেন।
এ সময় তাদের সাথে ছিলেন জেলা পরিষদের কর্মকর্তারা বৃন্দ। জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনুল জানায়, দীর্ঘদিন যাবত একটি অসাধুচক্র কিংডম টাওয়ারের পাশে সড়কের জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিল। সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করায় উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে জেলার সকল সরকারি সম্পত্তি উদ্ধার করা হবে।
বিডি প্রতিদিন/জামশেদ