চুয়াডাঙ্গায় জেলা ছাত্রদলের সদস্য ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী ছাত্রদল চুয়াডাঙ্গা জেলা শাখা আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আনোয়ার পারভেজ। এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতার সঞ্চালনায় আলোচনা পর্বে অতিথিরা বলেন, ছাত্রদল আগামীর বাংলাদেশ বিনির্মাণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ছাত্রদলের কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তাকে ছাড় দেয়া হবে না। অনৈতিক কাজ করলে পুলিশের কাছে তুলে দেয়া হবে।
বক্তারা বলেন, ছাত্রদলকে শক্তিশালী করার লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের মাঝে সদস্য ফরম বিতরণ করা হচ্ছে। তাদের কাছে দলের আদর্শ তুলে ধরা হচ্ছে। এর মাধ্যমে তৃণমূল থেকে ছাত্রদল আরও শক্তিশালী হবে।
সভায় বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক সরকার জসিম উদ্দীন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তৌফিক এলাহি, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মামুন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল ইকবাল, দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব পলাশ আহমেদ প্রমুখ।
বিডি প্রতিদিন/জামশেদ