পবিত্র শবেবরাত উপলক্ষ্যে গাজীপুরের শ্রীপুরে ওলামা দলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় বেগম আয়েশা অডিটরিয়ামে শ্রীপুর উপজেলা ও পৌর ওলামা দলের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর রূহের মাগফেরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেজা জিয়া রোগমুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।
শ্রীপুর উপজেলা ওলামাদলের সভাপতি মোখলেছ উদ্দিন কফিল সভাপতিত্বে সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবগঠিত গাজীপুর জেলা বিএনপির ১নং যুগ্ন আহ্বায়ক, কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।
এ সময় উপস্থিত ছিলেন, শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী, গাজীপুর জেলা ওলামাদলের আহ্বায়ক ক্বারী সিরাজুল ইসলাম, সদস্য সচিব হাফেজ ক্বারী ইব্রাহিম, যুগ্ন-সাধারণ সম্পাদক গাজীপুর জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি হাসিবুর রহমান মুন্না, মাওলানা মো. কবির হোসেন, মাওলানা শফিকুল ইসলাম, আব্দুল জলিল, হাফেজ আতাউর রহমান ইলিম ও আরিফুল ইসলাম, বিএনপি নেতা লুৎফর রহমান আকন্দ প্রমুখ।
বিডি প্রতিদিন/জামশেদ