চাঁপাইনবাবগঞ্জে ৯৮ বোতল ফেন্সিডিল ও ৩৮০পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে বিজিবি। এসময় একটি প্রাইভেটকার ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
আজ শুক্রবার ভোরে জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সংলগ্ন শাহবাজপুর ডিগ্রী কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- রাজশাহী জেলার কাঁটাখালী থানার কাজলা চরতারা নগর গ্রামের শুকুর আলীর ছেলে মানিক মিয়া, চরখিদিরপুর গ্রামের রজত আলীর ছেলে ইউসুফ আলী ও শাহমখদুর থানার বড়বনগ্রাম রায়পাড়ার আব্দুস সালামের ছেলে শফিকুল ইসলাম।
মহানন্দা ব্যাটালিয়ন-৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপিতে কর্মরত নায়েক মো. রায়হানুল হকের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শাহবাজপুর ডিগ্রী কলেজের পার্শ্বে আম বাগানে কৌশলগত অবস্থান নেয়। এসময় একটি প্রাইভেটকার তল্লাশি করে ৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৩৮০ পিস ইয়াবা উদ্ধার এবং ৩ জনকে আটকসহ ৩টি ব্যবহৃত মোবাইল ফোন এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
ব্যাটালিয়ন অধিনায়ক আরও বলেন, মালামালসহ আটককৃতদের শিবগঞ্জ থানায় হস্তান্তর কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ