গোপালগঞ্জে অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিগ্রস্ত মালিকদের হাতে চেক তুলে দিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
বুধবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান বাংলাদেশ ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েশন অব দি সেভেন ডে অ্যাডভান্টিস্ট মিশন, গোপালগঞ্জ পরিচালনা কমিটির সভাপতি পাস্টার দানিয়েল ফলিয়া, সচিব পিটার ঘরোজা, কোষাধ্যক্ষ গোপাল দাস, অ্যাডভান্টিস্ট ইন্টারন্যাশনাল মিশনারিজ স্কুলের প্রিন্সিপাল লাবনী মারান্ডির হাতে ভূমি অধিগ্রহণের ৭ কোটি ৭ লাখ ৭৮ হাজার ১১৮ টাকা ৭২ পয়সার চেক তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, গোপালগঞ্জ পৌর-প্রশাসক বিশ্বজিত কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসএম তারেক সুলতান, সিনিয়র সহকারী কমিশনার (আরডিসি) সাজিয়া শাহনাজ তমা, সহকারী কমিশনার রাসেল মুন্সী, মো. সেবগাতুল্যাহ, গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আজহারুল ইসলাম।
গোপালগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আবুল খায়েরসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, টেকেরহাট থেকে ঘোনাপাড়া পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক প্রশস্ততা ও উন্নীতকরণ প্রকল্পের জন্য এই চার্চের ভূমি অধিগ্রহণ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই