সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দিনাজপুর বিএনপির উদ্যোগে দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়াও অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দিনাজপুর জেলা ও পৌর বিএনপির আয়োজনে পৌরসভার ১২টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান সরকার।
দিনাজপুর শহরের পুলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপশহর ৯নং ওয়ার্ডের কুয়েতি মসজিদ মোড়সহ অন্যান্য দশটি ওয়ার্ডের বিভিন্ন স্থানে উক্ত কর্মসূচি পালন করা হয়। এতে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, ত্রাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ লিটন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর শাহিন সুলতানা ডিউটি, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হাসিম, ১১নং ওয়ার্ডের বিএনপি নেতা সাবেক কাউন্সিলর সেলিম রেজা, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আইয়ুব আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/জামশেদ