পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ভাঙ্গুড়া পৌর এলাকার বড়ালব্রিজ স্টেশনের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-রাজশাহী রেলপথের ভাঙ্গুড়া উপজেলার বড়ালব্রিজ স্টেশনের বড়ালব্রিজের পশ্চিম পাশে সকালের দিকে নীল সাগর এক্সপ্রেসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অজ্ঞাতনামা যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। এ বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার বিষয়ে আমরা রেলওয়ের জিআরপি পুলিশকেও খবর দিয়েছি।
বিডি প্রতিদিন/জামশেদ