সিএনজিতে সবজি নিয়ে বরিশাল ফেরার পথে ট্রাকের সাথে সংঘর্ষে এক পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া ডিগ্রি কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নলছিটি থানার ওসি আব্দুস সালাম জানিয়েছেন।
নিহত মো. বাকিয়ার হোসেন (৩৭) বরিশাল সেনানিবাসে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতেন।
নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, বরিশাল থেকে সবজি কিনে সিএনজিতে করে বাকেরগঞ্জের লেবুখালী এলাকায় বরিশাল সেনানিবাসের উদ্দেশ্যে রওনা দেন তিনি। দপদপিয়া ডিগ্রি কলেজ এলাকায় পৌঁছালে পটুয়াখালী থেকে বরিশালের দিকে যাওয়া ধান বোঝাই ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা সিএনজিতে থাকা তিনযাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে আনার পর চিকিৎসক বাকিয়ার হোসেকে মৃত ঘোষণা করেন। আহত আরিফ ও অজ্ঞাত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ওসি বলেন, ঘটনার পর ট্রাক ফেলে চালকসহ হেলপার পালিয়ে গেছে। ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/জামশেদ